Advertisement
Advertisement
Neymar

চতুর্থবার বাবা হলেন নেইমার, দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন প্রেমিকা ব্রুনো

বান্ধবীর পাশে থাকতে ক্লাব সান্তোসের কাছে আপাতত ছুটি নিয়েছেন ব্রাজিলিয়ান পোস্টার বয়।

Neymar becomes father for the fourth time, girlfriend Bruno gives birth to second child

ছবি ইনস্টাগ্রাম

Published by: Prasenjit Dutta
  • Posted:July 6, 2025 6:51 pm
  • Updated:July 6, 2025 6:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁদের সুখের সংসারে নতুন অতিথি যে আসতে চলেছে, এমন খবর আগেই দিয়েছিলেন তিনি। অবশেষে এল সেই সুখবর। নেইমার-ব্রুনো বিয়ানকার্ডির কোল আলো করে এসেছে এক কন্যাসন্তান। তার নাম রাখা হয়েছে মেল। যার জন্ম হয়েছে শনিবার, সাও পাওলোর এক হাসপাতালে।

Advertisement

ব্রুনো একজন ইনফ্লুয়েন্সার। তাঁর গর্ভে নেইমারের প্রথম কন্যাসন্তান মাভি জন্ম নেয় ২০২৩ সালে। তবে, সে নেইমারের দ্বিতীয় সন্তান। মাভি হওয়ার পরেও এক্স হ্যান্ডেলে ব্রাজিলীয় পোস্টার বয় চারটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে সদ্যোজাত এবং প্রেমিকা ব্রুনো বিয়ানকার্ডির সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে।

৩৩ বছর বয়সি নেইমারের প্রথম প্রেমিকার নাম কারোলিনা দান্তাস। নেইমার-কারোলিনা জুটির প্রথম পুত্রসন্তান দাভি লুকার জন্ম ২০১১ সালে। যদিও তাঁদের সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। তবে দাভি এখন নেইমারের সঙ্গে থাকেন। এর মাঝে অবশ্য ২০২৪ সালে নেইমারের সঙ্গে সাময়িক বিচ্ছেদ হয় ব্রুনোর। সেই সময় ব্রাজিলীয় মডেল-ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লির কোলেও আসে নেইমারের আরও এক কন্যাসন্তান, হেলেনা। আর এবার তাঁর চতুর্থ সন্তান মেল।

খুব স্বাভাবিকভাবেই শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছেন যুগল। ব্রুনোর পাশে থাকতে ক্লাব সান্তোসের কাছে আপাতত ছুটি নিয়েছেন নেইমার। অন্যদিকে, মেলের জন্মের খবর ইনস্টাগ্রামে দিয়েছেন ব্রুনো। লিখেছেন, ‘আমাদের মেল এসেছে। জীবন যেন আরও সুন্দর হয়ে উঠেছে। প্রিয় কন্যাকে স্বাগত! ঈশ্বরের আশীর্বাদ সব সময় থাকুক তোমার জীবনে। সমস্ত খারাপ থেকে তিনি তোমাকে রক্ষা করবেন। আমরা তোমাকে ভালোবাসি। তোমার সঙ্গে নতুন অধ্যায় শুরু করার জন্য অধীর অপেক্ষায়।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement