Advertisement
Advertisement
Neymar

৬ গোলে হারের পর নেইমারদের চড় মারার হুমকি! ক্লাবের গেট ভেঙে চড়াও স্যান্টোস সমর্থকরা

জবাবে কী বললেন নেইমার?

Neymar Faces Furious Scenes: Santos FC Fans Storm Training To Demand Answers after 6-0 loss
Published by: Arpan Das
  • Posted:August 20, 2025 1:11 pm
  • Updated:August 20, 2025 1:11 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা একেবারেই ভালো যাচ্ছে না নেইমারের। চোট-আঘাত সামলে ছোটবেলার ক্লাব স্যান্টোসের হয়ে ফর্মে ফেরার চেষ্টা করছেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু ভাস্কোর বিরুদ্ধে ০-৬ গোলে হেরে বিরাট ধাক্কা খেয়েছে নেইমার ও স্যান্টোস। এবার সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন নেইমার।

Advertisement

গত জুনে ব্রাজিলের ক্লাবের নতুন চুক্তিতে সই করেছিলেন নেইমার। সম্প্রতি স্যান্টোসকে ৬-০ গোলে ব্রাজিলিয়ান সিরি আ’তে বিধ্বস্ত করেছে ভাস্কো দা গামা। হাফডজন গোলে পরাস্ত হওয়ার পর আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি ব্রাজিলীয় ফুটবলার। মাঠেই হাউহাউ করে কাঁদতে দেখা যায় তাঁকে। এমন লজ্জার পরাজয়ের ঘণ্টাখানেকের মধ্যে বরখাস্ত করা হয়েছে স্যান্টোস কোচকে।

লিগ টেবিলে স্যান্টোস রয়েছে ১৫তম স্থানে। অবনমনের ভয় এখনও কাটেনি। একসময় ব্রাজিলের সেরা ক্লাবের এই হতাশাজনক অবস্থায় প্রবল ক্ষুব্ধ সমর্থকরা। নেইমারদের অনুশীলনের পরও আছড়ে পড়ল তাঁদের বিক্ষোভ। ক্লাবের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন তাঁরা। ক্লাব কর্তাদের পদত্যাগের দাবিতে সোচ্চার হন সমর্থকরা। নেইমার ও অন্যান্য প্লেয়াররাও তাঁদের মুখোমুখি হন। ৩৩ বছর বয়সি তারকাকে উদ্দেশ্য করে তারা বলেন, “আপনি কাঁদলে দলের মনোবল কোথায় থাকবে?” সব প্লেয়ারদের তাঁরা বলেন, “আপনাদের গালে চড় মারা উচিত।”

নেইমাররা ঠান্ডা মাথাতেই সমর্থকদের মুখোমুখি হন। তিনিও বলেন, “আমি খুব হতাশ। আপনাদের প্রতিবাদ করার পূর্ণ অধিকার হয়েছে। কিন্তু হিংসাত্মক কিছু করবেন না। আমাদের অপমান করুন। আমরা নিজেরাও লজ্জিত। কেরিয়ারে এত খারাপ অবস্থার মধ্যে দিয়ে কখনও যাইনি।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ