Advertisement
Advertisement
Neymar

চরম দুঃসময়, পরপর চোটের পর এবার করোনার কবলে নেইমার

নেইমারের করোনা আক্রান্ত হওয়ার খবর স্বীকার করেছে স্যান্টোস।

Neymar tests COVID-19 positive , Santos confirms Brazil forward’s illness

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:June 8, 2025 11:15 am
  • Updated:June 8, 2025 11:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চরম দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ব্রাজিলীয় মহাতারকা নেইমার জুনিয়র। এমনিই লাগাতার চোটআঘাত নিয়ে ভুগতে হচ্ছে তাঁকে। এবার মারণ করোনার কবলে পড়লেন তিনি। তাঁর ক্লাব স্যান্টোসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকেই অনুশীলন করেননি নেইমার। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ। সোমবার ফের তাঁর করোনা পরীক্ষা হবে।

Advertisement

এমনিতে চোট আঘাতে জর্জরিত নেইমারে কেরিয়ার। জানুয়ারিতে আল-হিলাল ছেড়ে নেইমার তাঁর প্রথম ক্লাব স্যান্টোসে ফিরে আসেন। ভালোই ফর্মে ছিলেন। সাত ম্যাচে তিনটি গোল করেছেন। এর মধ্যে কর্নার থেকে সরাসরি গোলও রয়েছে। তিনটি অ্যাসিস্টও করেছেন নেইমার। কিন্তু স্যান্টোসে থিতু হওয়ার আগেই চোট ফের আঘাত হাতে নেইমারকে। গত ১৭ এপ্রিল চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে যান নেইমার। প্রায় দেড় মাস পর সপ্তাহখানেক আগেই মাঠে ফেরেন তিনি।

কিন্তু মাঠে ফেরার পর ফের অসুস্থতা। বৃহস্পতিবার থেকে জ্বর, হাত পা ব্যথা-সহ করোনার অন্যান্য উপসর্গ দেখা যায় তাঁর মধ্যে। করোনা পরীক্ষার পর নিশ্চিত হওয়া গিয়েছে তিনি মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তাঁর অবস্থা বিশেষ উদ্বেগজনক নয় বলেই খবর। ৩৩ বছর বয়সী নেইমারকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্যান্টোসের বিবৃতিতে বলা হয়েছে, আমাদের আশা, নেইমার দ্রুতই মাঠে ফিরবেন। নেইমারের শরীরে অবশ্য মারণ ভাইরাস এর আগেও বাসা বেঁধেছিল।

আসলে ঘোর দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন নেইমার। বার্সেলোনা ছাড়ার পর থেকেই নানারকম চোটে ভুগছেন তিনি। প্রথমে পিএসজি, পরে আল হিলাল, চোটের জন্য কোথাও নিজের সেরা ফর্ম দেখাতে পারেননি তিনি। স্যান্টোসের শুরুটাও সেভাবেই হল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement