Advertisement
Advertisement
Durand Cup

ডায়মন্ড হারবারকে হালকাভাবে নিচ্ছেন না, লুকাদের নিয়ে সতর্ক নর্থইস্ট ইউনাইটেড কোচ

দলকে উজ্জীবিত করার জন্য যুবভারতীতে উপস্থিত থাকতে পারেন অন্যতম কর্ণধার জন আব্রাহাম।

NorthEast United FC coach cautious about Diamond Harbour FC
Published by: Prasenjit Dutta
  • Posted:August 23, 2025 1:39 pm
  • Updated:August 23, 2025 1:39 pm  

প্রসূন বিশ্বাস: ফাইনাল সব সময় দু’টো সেরা দলের মধ্যেই হয়। এই কথাটাই ডুরান্ড কাপ ফাইনালের আগে বারবার ফুটবলারদের বলছেন নর্থইস্ট ইউনাইটেড কোচ জুয়ান পেদ্রো বেনালি। কেন বলছেন তা সহজেই অনুমান করা যায়। আলাদিন আজারাইরা যেন প্রতিপক্ষ ডায়মন্ড হারবার এফসিকে আই লিগের দল হিসাবে এতটুকু হালকাভাবে না নেন। বুদ্ধিমান এই স্প্যানিশ কোচ এটুকু অন্তত জানেন, অতিরিক্ত আত্মবিশ্বাস কতটা ভয়ংকর হতে পারে।

Advertisement

দলে আলাদিনের মতো আইএসএলের সফল স্ট্রাইকার রয়েছে। যে আলাদিন গত ডুরান্ড থেকে ধারাবাহিকভাবে গোল করেই চলেছেন। ডুরান্ড ও আইএসএলে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পরও এবারের ডুরান্ড কাপে সাতটি গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ায় দাবিদার মরোক্কান ফরোয়ার্ড। তাঁর অন্যতম দু’জন প্রতিদ্বন্দ্বী ইতিমধ্যেই চার গোল করে করেছেন। যাঁরা দু’জনই ডায়মন্ড হারবারের– লুকা মায়সেন ও ক্লেটন সিলভেইরা। এরমধ্যে ক্লেটন চোটের জন্য প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন। আর লুকাকে সর্বোচ্চ গোলদাতা হওয়ার জন্য ফাইনালে অন্তত চার গোল করতে হবে। আর আলাদিন ফাইনালে গোল পেয়ে গেলে লুকাকে নিজের গোল সংখ্যা আরও বাড়াতে হবে।

আপাতত ফাইনালের আগে নর্থইস্ট কোচ বেনালি জানাচ্ছেন, তাঁর দলের সব ফুটবলারই ফিট। যদি অপ্রত্যাশিত কিছু না ঘটে ফাইনালে চার বিদেশি মাইকেল জাবাকো, চেমা নুনেজ, অ্যান্ডি রডরিগেজ ও আলেদিনকে নিয়েই প্রথম একাদশ তৈরি করবেন নর্থইস্ট কোচ। ডায়মন্ড হারবার সম্পর্কে শুক্রবার তিনি বলছেন, “সেমিফাইনালে প্রতিযোগিতার অন্যতম সেরা দলকে হারিয়েছে ওরা। প্রচণ্ড শক্তিশালী দল।”

ফাইনালের চব্বিশ ঘণ্টা আগে কলকাতায় দল নিয়ে এলেন। কারণ হিসাবে তিনি বলেন, ফুটবলারদের বিশ্রাম দিতেই এমন সিদ্ধান্ত। প্রতিপক্ষ দলের কোচ কিবু ভিকুনাকেও যথেষ্টই গুরুত্ব দিচ্ছেন তিনি। অন্যদিকে, শনিবার ডুরান্ড ফাইনালে নর্থইস্টকে উজ্জীবিত করার জন্য যুবভারতীতে উপস্থিত থাকতে পারেন অন্যতম কর্ণধার জন আব্রাহাম।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement