ছবি এক্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের ফুটবলে দলবদলের বাজারে বিশ্বরেকর্ড। কানাডার ফুটবলার অলিভিয়া স্মিথকে ১০ লক্ষ পাউন্ডে (ভারতীয় মুদ্রায় ১১ কোটি ৫৫ লক্ষ টাকারও বেশি) সই করিয়েছে আর্সেনাল। ২০ বছরের অলিভিয়া চার বছরের চুক্তিতে চ্যাম্পিয়ন্স লিগজয়ী ক্লাবে যোগ দিলেন। এর আগে এত টাকায় কোনও মহিলা ফুটবলারকে সই করায়নি কোনও ক্লাব। এই প্রথমবার কোনও মহিলা ফুটবলারের সঙ্গে ১.৩ মিলিয়ন পাউন্ডে চুক্তি করল কোনও ক্লাব।
অলিভিয়ার আগে সবচেয়ে দামি মহিলা ফুটবলার ছিলেন আমেরিকার ডিফেন্ডার নাওমি গিরমা। গত জানুয়ারিতে তাঁকে ৯ লক্ষ পাউন্ড অর্থাৎ প্রায় ১০ কোটি ৪০ লক্ষ টাকায় দলে নিয়েছিল চেলসি। এবার সেই রেকর্ডকে ছাপিয়ে গেলেন অলিভিয়া। গত মরশুমে তিনি লিভারপুলে ছিলেন। ‘রেডস’দের হয়ে ২৫ ম্যাচে ৯টি গোল করে হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। ইংল্যান্ডের শীর্ষ লিগ উইমেন্স সুপার লিগে এই কৃতিত্ব গড়েছিলেন তিনি। কার্যত এর পরেই তাঁকে নিয়ে অন্যান্য প্রথম শ্রেণির ক্লাবের আগ্রহ তৈরি হয়। যার ফলস্বরূপ মোটা অঙ্কের চুক্তিতে আসন্ন মরশুমে তিনি আর্সেনালের জার্সি গায়ে খেলবেন।
অলিভিয়াকে দলে নিতে ঝাঁপিয়েছিল চেলসি এবং অলিম্পিক লিওঁর মতো ক্লাবও। অন্যদিকে, তাঁকে ছাড়তে প্রথমে রাজি ছিল না লিভারপুল। যদিও শেষমেশ আর্সেনালের পক্ষ থেকে লোভনীয় প্রস্তাব উপেক্ষা করতে পারেননি তিনি। জানা গিয়েছে, আর্সেনালে খেলার ব্যাপারে পা বাড়িয়েই রেখেছিলেন কানাডার এই ফুটবলার। তাঁর ইচ্ছা ছিল ‘দ্য গানার্স’দের হয়ে। এবার তাঁর ইচ্ছাপূরণ হতে চলেছে।
নতুন চুক্তিতে সই করে অলিভিয়া বলেন, “আর্সেনালের সঙ্গে যুক্ত হওয়াটা আমার কাছে সম্মানের। ইংল্যান্ড এবং ইউরোপের সবচেয়ে বড় খেতাবজয়ী দল তারা। এই ক্লাবের জার্সিতে মাঠে নামাটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নপূরণ হওয়ায় রোমাঞ্চিত।” উল্লেখ্য, ২০২২ সালে পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির আন্তঃকলেজ ইউনিভার্সিটি স্পোর্টস দল পেন স্টেট নিটানি লায়ন্সের হয়ে কেরিয়ার শুরু হয়েছিল তাঁর। এরপর পর্তুগালের স্পোর্টিং সিপি’র হয়েও খেলেছিলেন তিনি। ১৮ ম্যাচে ১৩টা গোলও করেছিলেন অলিভিয়া। সেখান থেকে লিভারপুল হয়ে আর্সেনালে খেলতে দেখা যাবে তাঁকে।
🚨 History is made as Olivia Smith officially becomes the most expensive signing in women’s football history 💰✅
— OneFootball (@OneFootball)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.