Advertisement
Advertisement
Partha Sen

আকস্মিক প্রয়াণ পাঠচক্রের কোচ পার্থ সেনের, ময়দানে শোকের ছায়া

বাংলার সন্তোষ ট্রফি দলের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব সামলেছিলেন তিনি।

Pathachakra FC coach Partha Sen passes away

ছবি সোশাল মিডিয়া

Published by: Prasenjit Dutta
  • Posted:August 14, 2025 12:15 pm
  • Updated:August 14, 2025 12:15 pm  

প্রসূন বিশ্বাস: কলকাতা লিগের ভরা মরশুমে আকস্মিক প্রয়াণ হয়েছেন পাঠচক্রের হেডকোচ পার্থ সেনের। তাঁর কোচিংয়ে দুরন্ত ছন্দে দেখা গিয়েছিল পাঠচক্রকে। বৃহস্পতিবার সকাল ৭টায় নিজবাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৫৫ বছর।

Advertisement

কলকাতা লিগে ৭ ম্যাচে ৫টিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-তে আপাতত চতুর্থ স্থানে রয়েছে পাঠচক্র। গ্রুপ শীর্ষে থেকে সুপার সিক্সে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাদের। কিন্তু এরই মধ্যে এমন মর্মান্তিক খবরে ময়দানে শোকের ছায়া। ১২ আগস্ট বিএসএস স্পোর্টিংয়ের বিরুদ্ধে কলকাতা লিগের শেষ ম্যাচ খেলেছে পাঠচক্র। সেই ম্যাচে ডাগআউটে বসেছিলেন পার্থ সেন। সুস্থই ছিলেন। বৃহস্পতিবার সকালে ইউনাইটেডের জুনিয়র টিমকে প্রশিক্ষণ দেওয়ার জন্য মাঠে যাওয়ারও কথা ছিল তাঁর। কিন্তু আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মধ্য পঞ্চাশেই না ফেরার দেশে চলে গেলেন প্রচারের আড়ালে থাকতে পছন্দ করা এই কোচ।

ইউনাইটেডের সঙ্গে যুক্ত হওয়ার আগে নারায়াণপুর ইউনাইটেডের কোচ ছিলেন পার্থ সেন। সেই সময় ইউনাইটেড স্পোর্টস কর্তা নবাব ভট্টাচার্যের নজরে আসেন তিনি। সেখান থেকে ২০১০ সালে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ইউথ ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত হন তিনি। সেই শুরু। তারপর এই ক্লাবের সঙ্গে তাঁর নাড়ির যোগ গড়ে ওঠে। ২০১৬ সালে দিল্লিতে অনুষ্ঠিত মীর ইকবাল ট্রফিতে বাংলা সাব জুনিয়র দল চ্যাম্পিয়ন হয়েছিল তাঁর প্রশিক্ষণে। ২০১৯-এ বাংলার সন্তোষ ট্রফি দলের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব সামলেছিলেন। ওই বছর গোয়ায় অনুষ্ঠিত হয়েছিল সন্তোষ ট্রফি।

সব সময় জুনিয়রদের নিয়ে কাজ করতে পছন্দ করতেন তিনি। পার্থ সেনের হাত ধরে ময়দানে প্রতিষ্ঠিত হয়েছেন বহু তরুণ ফুটবলার। ইউনাইটেড স্পোর্টসে বিভিন্ন দায়িত্ব সামলেছিলেন যেমন, তেমনই কিছুদিন রাজ্য সরকারের বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির কোচিংয়েও নিয়োজিত ছিলেন। সেখানেও যথেষ্ট সফল নাম তিনি। সাফল্যের সঙ্গে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমিতে কাজ করে ফিরেছিলেন ইউনাইটেড পরিবারে। ইউনাইটেডের ‘বি’ টিম নামে খ্যাত পাঠচক্রের দায়িত্ব নিয়ে দলকে উচ্চতায় পৌঁছে দেওয়ার কাণ্ডারি তিনি। তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement