Advertisement
Advertisement
Cristiano Ronaldo

আর্মেনিয়াকে গোলের মালা পর্তুগালের, জোড়া গোল জোটাকে উৎসর্গ রোনাল্ডোর

চল্লিশেও ছুটছেন পর্তুগিজ কিংবদন্তি।

Portugal scores a goal against Armenia, Cristiano Ronaldo dedicates goal to Jota

ছবি এক্স

Published by: Prasenjit Dutta
  • Posted:September 7, 2025 10:40 am
  • Updated:September 7, 2025 10:42 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুরন্ত ছন্দে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চল্লিশেও ছুটছেন পর্তুগিজ কিংবদন্তি। তাঁর জোড়া গোলের দাপটে আর্মেনিয়াকে ৫-০ গোলে উড়িয়ে বিশ্বকাপ বাছাইপর্বের যাত্রা শুরু করল পর্তুগাল। গোল করে প্রয়াত বন্ধু দিয়োগো জোটার উদ্দেশ্যে উৎসর্গ করলেন সিআর সেভেন।

Advertisement

গাড়ি দুর্ঘটনায় জোটার প্রয়াণের পর এটাই ছিল পর্তুগালের প্রথম ম্যাচ। খেলা শুরুর আগে তাঁর উদ্দেশ্যে দুই দলই এক মিনিট নীরবতা পালন করে। ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় পর্তুগাল। ১০ মিনিটে জোয়াও ক্যান্সেলোর ক্রস থেকে গোল পান ফেলিক্স। এগিয়ে যায় পর্তুগাল। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে উয়েফা নেশনস লিগ চ্যাম্পিয়নরা। পেদ্রো নেতোর ইনসুইং ক্রস থেকে বল আর্মেনিয়ার জালে জড়িয়ে দেন রোনাল্ডো। গোল করে জোটার টিফোর সামনে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ‘সিউউ’ সেলিব্রেশন করতে দেখা যায় তাঁকে। ৩২ মিনিটে জোয়াও কানসেলোর গোলে স্কোরলাইন ৩-০ করে পর্তুগাল।

বিরতির ঠিক পরেই ৪৬ মিনিটে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত হাফ ভলিতে গোল করেন রোনাল্ডো। আর্মেনিয়া ম্যাচে ৫৮ মিনিটে তাঁকে তুলে নেন কোচ। ৬১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ফেলিক্স। এভাবেই ৫-০ গোলে প্রতিপক্ষ আর্মেনিয়াকে উড়িয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। বিশ্বকাপ কোয়ালিফায়ারের অন্য ম্যাচে অ্যান্ডোরাকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড।

উল্লেখ্য, পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড রোনাল্ডোর ঝুলিতেই। তাঁর নামের পাশে ১৪০টি আন্তর্জাতিক গোল। তাছাড়াও বিশ্বকাপ বাছাইপর্বে তাঁর গোলসংখ্যা ৩৮। যা মেসির চেয়ে ২টি বেশি। তাঁর সামনে এখন কেবল গুয়াতেমালার কার্লোস রুইজ। তিনি করেছেন ৩৯টি গোল। ওয়াকিবহাল মহল মনে করেছে, রুইজের নজির ভাঙা সময়ের অপেক্ষা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ