Advertisement
Advertisement
Cristiano Ronaldo

ইয়ামালকে শংসা পর্তুগিজ মহাতারকার, অবসর নিয়ে ইঙ্গিত রোনাল্ডোর

স্পেন বনাম পর্তুগাল ফাইনালে আলোচনায় রোনাল্ডোর সঙ্গে লামিন ইয়ামালের দ্বৈরথ।

Portuguese superstar praises Yamal, Ronaldo hints at retirement
Published by: Prasenjit Dutta
  • Posted:June 8, 2025 12:05 pm
  • Updated:June 8, 2025 12:05 pm  

স্টাফ রিপোর্টার: বয়স চল্লিশের গণ্ডি পার করেছে কয়েক মাস আগেই। তাঁর খেলায় অবশ্য ‘চালশে’ পড়েনি এখনও। বরং এখনও গুরুত্বপূর্ণ সময়ে গোল করে দলকে ফাইনালে তুলে আনার ক্ষমতা ষোলোআনা রয়েছে তাঁর মধ্যে। পর্তুগালের শেষ ম্যাচে, নেশনস লিগ সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে দেখা গিয়েছে সেই ছবি।

তবে তিনি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বুঝতে পারছেন যে তাঁরও ‘সময়-ডালে ফুরিয়ে এসেছে পাতা!’ আর বেশি দিন খেলা চালিয়ে যেতে পারবেন না। এমনিতে পেশাদার ফুটবলে ২৩ বছর কাটিয়ে ফেলেছেন পর্তুগিজ মহাতারকা। তবে নিজেই বলছেন, কেরিয়ারে আর বেশি বছর বাকি নেই। রবিবার ভারতীয় সময় মধ্যরাতে স্পেনের বিরুদ্ধে নেশনস লিগ ফাইনালে নামবেন রোনাল্ডোরা। তাঁর আগে বলছিলেন, “এখন আমি একটা করে দিন ধরে ধরে পরিকল্পনা সাজাই। আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে পারব এমন নয়। আপাতত প্রতিটা মুহূর্ত উদযাপনের চেষ্টা করছি।” কয়েক মাস আগে পর্যন্তও এমন কথা শোনা যায়নি রোনাল্ডোর মুখে। বরং বলছেন বয়স যতই হোক না কেন, তিনি অনুভব করেন ২৮ বছরের তারুণ্য। অবশ্য ঠিক কবে অবসর নেবেন, তা এখনও স্পষ্ট করেননি রোনাল্ডো। “অবসর নিয়ে এখনও কিছু ঠিক করিনি। এখনও ভালো লাগছে, ফুটবলটা উপভোগ করছি। আপাতত যতদিন ভালো লাগবে, ততদিন পর্যন্ত খেলা চালিয়ে যেতে চাই,” বার্তা রোনাল্ডোর।

স্পেন বনাম পর্তুগাল ফাইনালে আলোচনায় রোনাল্ডোর সঙ্গে লামিন ইয়ামালের দ্বৈরথ। স্প্যানিশ কিশোরকে বলা হচ্ছে আগামীর মহাতারকা। ইয়ামাল নিজেও বলেছেন, রবিবারের ফাইনাল তাঁর পরিচয় তৈরি করার ম্যাচ। হাঁটুর বয়সি প্রতিপক্ষকে আপাতত নিজের মতো খেলতে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন সিআর। বলেছেন, “লামিন দুর্দান্ত খেলছে। প্রতিভা দারুণভাবে কাজে লাগাচ্ছে। এখন ওকে ওর মতো খেলতে দিন। খুব বেশি চাপ দেওয়ার প্রয়োজন নেই। বরং নিজের মতো থাকুক। শিখুক। তাতেই ও চাপ নিতে শিখে যাবে। ওর মধ্যে প্রতিভার কোনও অভাব নেই।” তবে ইয়ামালকে ব্যালন ডি’অরের দৌড়ে রাখছেন না সিআর। পর্তুগিজ মহাতারকার বক্তব্য, চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোনও ফুটবলারকেই বর্ষসেরার পুরস্কার দেওয়া উচিত। গোটা মরশুম দুর্দান্ত খেললেও সেই শর্তে ইয়ামালকে বাদ দিচ্ছেন রোনাল্ডো। একইসঙ্গে এই পুরস্কারের গ্রহণযোগ্যতা নষ্ট হওয়ার কথাও শুনিয়েছেন তিনি।

সামনেই ক্লাব বিশ্বকাপ। তবে মার্কিন মুলুকে প্রতিযোগিতায় নতুন ফরম্যাটে খেলতে দেখা যাবে না রোনাল্ডোকে। শোনা যাচ্ছে, আল নাসের ছেড়ে নতুন ক্লাবে যাচ্ছেন তিনি। সেই সূত্রেই জল্পনা শুরু হয়েছিল, সিআর এমন ক্লাব খুঁজছেন যাদের হয়ে ক্লাব বিশ্বকাপে খেলতে পারবেন তিনি। তবে সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। তাঁর স্পষ্ট কথা, “কিছু বিষয়ে কথা বলা অর্থহীন। একটা মানুষ সব প্রতিযোগিতায় খেলবে, তা হয় না। একটা পদক্ষেপ করার আগের তার প্রভাবের কথা ভাবতে হয়। দীর্ঘমেয়াদি, মধ্যমেয়াদি এবং স্বল্পমেয়াদি পরিবর্তনের বিষয়টি মাথায় রাখতে হয়। আর সেই সূত্রেই ঠিক করেছি, ক্লাব বিশ্বকাপ খেলব না।” তবে সেই প্রতিযোগিতার জন্য তাঁকে বেশ কয়েকটি ক্লাব প্রস্তাব দিয়েছে বলেও দাবি করেছেন রোনাল্ডো।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement