Advertisement
Advertisement
East Bengal

‘ভারত গৌরব’ হচ্ছেন পি আর শ্রীজেশ, প্রতিষ্ঠা দিবসে বর্ষসেরাদের সম্মানিত করবে ইস্টবেঙ্গল

আর কে কোন সম্মান পাচ্ছেন?

PR Sreejesh to get Bharat Gourav from East Bengal

শ্রীজেশ।

Published by: Subhajit Mandal
  • Posted:July 25, 2025 9:58 am
  • Updated:July 25, 2025 9:58 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ বছর ইস্টবেঙ্গলের ভারত গৌরব সম্মান পাচ্ছেন কিংবদন্তি হকি তারকা পি আর শ্রীজেশ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর এই সম্মান পাচ্ছেন ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক। রীতি মেনে এ বছরও ১ আগস্ট জাঁকজমক করে পালিত হবে ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস। সেদিনই বর্ষসেরাদের পুরস্কৃত করা হবে। শ্রীজেশের পাশাপাশি অন্য পুরস্কার প্রাপকদের নামও ঘোষণা করা হয়েছে।

Advertisement

পরাত্তু রবীন্দ্রন শ্রীজেশ। ভারতীয় হকির সেরাদের মধ্যে তিনি অন্যতম। টোকিওর পর প্যারিস–টানা দুই অলিম্পিকে দেশের হয়ে জিতেছেন ব্রোঞ্জ পদক। শেষবার টানা দুই অলিম্পিকে ভারতীয় হকি দল পদক জিতেছিল ৫২ বছর আগে, মেক্সিকো সিটি (১৯৬৮) এবং মিউনিখে (১৯৭২)। এত বছর পর ভারত যে কীর্তি গড়েছে তার নেপথ্যে রয়েছে শ্রীজেশের হ্যান্ড অফ গড। আপাতত শ্রীজেশ রয়েছেন ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্বে। ইতিমধ্যেই পদ্মভূষণ পেয়েছেন। এবার ইস্টবেঙ্গল তাঁকে ভারত গৌরব সম্মানে সম্মানিত করতে চলেছে। এর আগে এই সম্মান পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

১ আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। ভারত গৌরব ও জীবনকৃতী সম্মানের পাশাপাশি বর্ষসেরা ফুটবলার এবং ক্রিকেটাররা সেদিন সম্মানিত হবেন। এ বছর জীবনকৃতি সম্মান পাচ্ছেন প্রাক্তন অধিনায়ক সত্যজিত মিত্র ও মিহির বসু। বর্ষসেরা ফুটবলারের সম্মান পাবেন শৌভিক চক্রবর্তী ও সৌম্যা গুগুলথ। সেরা উদীয়মান ফুটবলার হচ্ছেন পিভি বিষ্ণু। বর্ষসেরা ক্রিকেটার হিসাবে সম্মান পাবেন কনিষ্ক শেঠ। সেরা কোচ হিসাবে পিকে ব্যানার্জি স্মৃতি সম্মান পাবেন সঞ্জয় সেন ও অ্যান্টনি অ্যান্ড্রু। এ ছাড়া সেরা রেফারি হিসাবে সম্মান পাবেন করুণা চক্রবর্তী ও কার্তিক ইন্দু। ‘‌প্রাইড অফ বেঙ্গল’‌ স্বীকতি দেওয়া হবে ইস্টবেঙ্গল ও ভারতীয় মহিলা দলের ফুটবলার সঙ্গীতা বাসফোরকে। গ্র‌্যান্ডমাস্টার দাবাড়ু আরণ্যক ঘোষকেও সংবর্ধনা জানানো হবে।

এ বছর ইস্টবেঙ্গল দিবসের মূল অনুষ্ঠান হবে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও মেয়র ফিরহাদ হাকিম। এ ছাড়াও একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ