সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঢাকে কাঠি পড়ে গেল ১৩৪তম ডুরান্ড কাপের। শুক্রবার ডুরান্ড ট্রফির ‘ফ্ল্যাগ অফ’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মোট ৬টি ভেন্যুতে এবারের ডুরান্ড কাপের ম্যাচ হওয়ার কথা। শেষ তিন সংস্করণেই এক গ্রুপে রাখা হয়েছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে। তবে এবার তা হবে না বলেই খবর। আসন্ন ডুরান্ডে ভিন্ন গ্রুপে রাখা হতে পারে কলকাতার দুই প্রধানকে। ফলে এবার গ্রুপ পর্বে ডার্বি হওয়ার সম্ভাবনা নেই। একমাত্র নকআউট পর্বেই ডার্বি হতে পারে। কলকাতার তিন প্রধানের পাশাপাশি এবার ডায়মন্ড হারবার এফসি-কেও ডুরান্ডে খেলতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্রের খবর, ইতিমধ্যে প্রতিযোগিতার খসড়া সূচি তৈরি করা হয়েছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ২৪টি দলকে ছটি গ্রুপে ভাগ করা হয়েছে। খসড়া সূচি অনুযায়ী, ঐতিহ্যবাহী টুর্নামেন্ট শুরু হবে ২৩ জুলাই। উদ্বোধনী ম্যাচে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। ম্যাচ হবে যুবভারতীতে। এই গ্রুপে এছাড়াও আছে ইন্ডিয়ান এয়ারফোর্স ও নামধারী এফসি। ওই সূচির হিসেবে মোহনবাগানকে রাখা হয়েছে বি গ্রুপে। মহামেডান ও ডায়মন্ড হারবারও এই গ্রুপে আছে। দুই দলের প্রথম ম্যাচ হতে পারে ২৮ জুলাই। মোহনবাগানের প্রথম ম্যাচ ৩১ জুলাই, সাদা-কালো শিবিরের বিরুদ্ধেই।
খসড়া সূচি অনুযায়ী, ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল ১৬ আগস্ট থেকে ১৭ আগস্ট। সেমিফাইনাল ১৮ আগস্ট ও ২০ আগস্ট। ফাইনাল ২৩ আগস্ট, যুবভারতীতে। এবার মোট ৬টি ভেন্যুতে ম্যাচগুলি হবে। কলকাতায় দু’টি (বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন এবং কিশোর ভারতী ক্রীড়াঙ্গন), ইম্ফল (খুমান লম্পক স্টেডিয়াম), রাঁচি (মোরহাবাদি স্টেডিয়াম), জামশেদপুর (জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স), শিলং (জওহরলাল নেহরু স্টেডিয়াম), কোকরাঝাড় (সাই স্টেডিয়াম) ম্যাচগুলি হবে। সেনাবাহিনীর তিনটি টিম ছাড়াও বিদেশি দল হিসেবে ইন্দোনেশিয়ার আর্মিকে রাখা হতে পারে। আইএসএলের মোট ছটি টিমকে সূচিতে রাখা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.