সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেসি-এমবাপেরা ছেড়ে যাওয়ার পর প্যারিস সাঁ জাঁ যেন অপ্রতিরোধ্য। ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসিকে হারাতে না পারলেও লন্ডনের আর এক ক্লাব টটেনহ্যামকে হারিয়ে উয়েফা সুপার কাপ চ্যাম্পিয়ন হল পিএসজি। প্রথম ফরাসি ক্লাব হিসাবে উয়েফা সুপার কাপের চ্যাম্পিয়ন হল লুইস এনরিকের ছেলেরা।
বুধবার রাতে উদিনেসের ব্লু এনার্জি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটা রীতিমতো রোমাঞ্চে ভরপুর ছিল। নির্ধারিত সময়ে খেলা শেষ হয়েছিল ২-২ গোলে। পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে ম্যাচ জেতে পিএসজি। নতুন কোচ টমাস ফ্রাঙ্কের অধীনে এটাই ছিল লন্ডনের ক্লাবটির প্রথম ম্যাচ। সেই ম্যাচে ইউরোপের চ্যাম্পিয়নদের ভালোমতোই টক্কর দিয়েছে স্পারস। ৩৯ মিনিটে ডিফেন্ডার মিকি ফন দে ফেন গোল করে টটেনহামকে এগিয়ে দেন। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে স্পার্সরা। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর আরও একটি গোল পায় টটেনহ্যাম। ৪৮ মিনিটে দ্বিতীয় গোলটি করেন রোমেরো।
৮৪ মিনিট পর্যন্ত ম্যাচে টটেনহাম ২-০ গোলে এগিয়ে ছিল। ইংল্যান্ডের ক্লাবটির সমর্থকরা ট্রফিজয়ের স্বপ্নও দেখা শুরু করেন। তখনই শুরু পিএসজির নাটকীয় কামব্যাক। ৮৫ মিনিটে গোল করে ব্যবধান পিএসজির মিডফিল্ডার লি কাং–ইন। এরপর রীতিমতো ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে পিএসজি। খেলার সংযুক্ত সময়ে উসমান দেম্বেলে বাড়ানো পাস থেকে সমতা ফেরান গঞ্জালো র্যামোস। নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে শেষ হওয়ার পর শুরু পেনাল্টি শুটআউট। পেনাল্টি শুটে ৪-৩ গোলে জেতে পিএসজি।
গত মরশুমে প্যারিসের ক্লাবটি অনবদ্য ফর্মে ছিল। প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পাশাপাশি ফরাসি লিগও জিতেছিল। এই মরশুমের শুরুটাও তারা ট্রফিজয় দিয়েই করল। প্রথম ফরাসি ক্লাব হিসাবে এই ট্রফিজয়ের স্বাদ পেল পিএসজি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.