সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ৩৬ বছর পরে তাঁর কোচিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা (Argentina)। নীল-সাদা ব্রিগেডের কোচ স্কালোনির (Lionel ScaloniFootball) নতুন ঠিকানা কি এবার রিয়াল মাদ্রিদ? রিয়ালের বর্তমান কোচ কার্লো অ্যানচেলোত্তি। রিয়াল মাদ্রিদের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হলে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করবেন বর্ষীয়ান ইটালিয়ান কোচ। তিনি চলে গেলে কার হাতে উঠবে রিয়ালের রিমোট কন্ট্রোল? অ্যানচেলোত্তির শূন্যস্থান পূরণ করার জন্যই রিয়াল মাদ্রিদ আর্জেন্টাইন কোচ স্কালোনির সঙ্গে প্রাথমিক কথাবার্তা শুরু করে দিয়েছে বলে খবর।
বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে মারাকানা স্টেডিয়ামে গিয়ে ব্রাজিলকে হারিয়ে এসেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তে জেতার পরে স্কালোনি আজের্ন্টিনা দলের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু কী কারণে তিনি দায়িত্ব ছাড়বেন সেই ব্যাপারে কিছু বলেননি।
২০১৮ সালের বিশ্বকাপে ভরাডুবি ঘটেছিল আর্জেন্টিনার। তার পরে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। মেসিক সামনে রেখে তিনি দল সাজান। তার প্রতিফলন ঘটে কোপা আমেরিকা, লা ফিনালিসিমা ও বিশ্বকাপে। মেসির জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিলেন সবাই। কাতারে তার প্রতিফলনও দেখা যায়। ৩৬ বছর পরে ফের বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। মেসিদের হেডস্যর ব্রাজিলে গিয়ে বলেছিলেন, ”এটা গুডবাই আমি বলব না। তবে আমাকে ভাবনাচিন্তা করতে হবে। মান অনেকটাই বেড়ে গিয়েছে। আমার কাজ কঠিন করে দিয়েছে ছেলেরাই। ফলে দীর্ঘদিন ধরে একই এনার্জি নিয়ে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। টানা জিতে যাওয়াও কঠিন।” স্কালোনি কী করবেন, তা বলবে সময়। তবে রিয়াল মাদ্রিদের সঙ্গে তিনি যে প্রাথমিক কথাবার্তা শুরু করে দিয়েছেন, সেই খবর ছড়িয়ে পড়েছে ফুটবলবিশ্বে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.