ছবি এক্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলিঙ্গয় মৌমাছি-কাণ্ড! হ্যাঁ, ঠিকই শুনছেন। এমনই এক অবাক করা কাণ্ড ঘটেছে সুপার কাপে। রবিবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল মুম্বই সিটি এফসি এবং ইন্টার কাশী। সেই ম্যাচেই মৌমাছির আক্রমণে জেরবার হয়ে পড়ে গোটা স্টেডিয়াম।
ম্যাচের বয়স তখন ২৮ মিনিট। স্কোরলাইন ০-০। তখনই বিপত্তি। সহকারী রেফারিকে দেখা যায় মৌমাছির ঝাঁক তাড়াতে। তিনি একেবারে মাঠের মাঝখানে চলে যান। মৌমাছির ঠ্যালায় রীতিমতো হিমশিম তিনি। এমন পরিস্থিতিতে নিজেকে বাঁচাতে এবার তাঁকে ড্রেসিংরুমের কাছাকাছি চলে আসতে দেখা যায়। সেই সময় ড্রিঙ্কস ব্রেকের জন্য খেলা থামিয়ে দেন রেফারি। চার মিনিট পর আবার শুরু হয় খেলা।
খেলা শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই আবারও ফিরে আসে মৌমাছিরা। এমনকী গ্যালারিতে সমর্থকরদেরও ছোটাছুটি করতে দেখা যায়। অবস্থা বেগতিক দেখে মাঠেই শুয়ে পড়েন সহকারী রেফারি। মাঠকর্মীরা তোয়ালে দিয়ে তাঁকে ঢেকে দেন। এগিয়ে আসেন মেডিক্যাল টিমও। তাঁরা স্প্রে করেন। ছিলেন ইন্টার কাশী দলের ডাক্তারও। অবশেষে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ৪৪তম মিনিটে খেলা আবার শুরু হয়। প্রথমার্ধে অতিরিক্ত সময় দেওয়া হয় ১৪ মিনিট।
প্রসঙ্গত, ৭১ মিনিটে ছাংতের করা গোলে ইন্টার কাশীকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মুম্বই। কোয়ার্টার ফাইনালের অপর একটি ম্যাচে টাইব্রেকারে নর্থইস্টকে ৫-৪ ব্যবধানে হারিয়ে শেষ চারে উঠেছে জামশেদপুর। ৩০ এপ্রিল, বুধবার প্রথম সেমিফাইনালে মোহনবাগানের মুখোমুখি হবে গোয়া। আরেক সেমির লড়াইয়ে জামশেদপুরের প্রতিপক্ষ মুম্বই।
🐝 | WATCH: Honey-bee attack in today’s match between Inter Kashi and Mumbai City FC interrupts the game midway!
Someone in the stands struck a honeycomb nearby, which triggered the bees to sting the referee and some of the fans 🤕
Hope everyone’s alright.
— The Best 🇮🇳 ⚽ Moments (@Moments_ISL)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.