Advertisement
Advertisement
India Football Team

‘সন্দেশের বিকল্প পাওয়া মুশকিল’, আফগানদের বিরুদ্ধে চোট-আঘাতই চিন্তা খালিদের

মুখোমুখি সাক্ষাতে এগিয়ে ভারতই।

Reluctant to worry about Sandesh's injury, India are aiming to defeat Afghanistan
Published by: Prasenjit Dutta
  • Posted:September 3, 2025 8:03 pm
  • Updated:September 4, 2025 11:11 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাফা নেশনস কাপে বৃহস্পতিবার আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। পরের রাউন্ডে যেতে এই ম্যাচ জিততেই হবে খালিদ জামিলের ছেলেদের। তার আগে সন্দেশ জিঙ্ঘানের চোট ভারতীয় শিবিরকে বড়সড় ধাক্কা দিয়েছে। আফগানদের বিরুদ্ধে চোট-আঘাতই চিন্তায় রাখছে ভারতীয় শিবিরকে। তবে, পরের রাউন্ডে যেতে জয়কেই পাখির চোখ করেছেন ভারতীয় কোচ।

Advertisement

সোমবার ইরানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোয়ালে চোট পেয়েছিলেন সন্দেশ। চোট নিয়েই পুরো ম্যাচ খেলেন তিনি। ম্যাচের পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে স্ক্যানের পর দেখা গিয়েছে সন্দেশের চোয়াল ভেঙে গিয়েছে। এই পরিস্থিতিতে খালিদ জামিল বলেন, “যেভাবে ও গোটা ম্যাচে শেষপর্যন্ত খেলেছে, তা অতুলনীয়। সন্দেশের অভাব অনুভব করব। ওর বিকল্প পাওয়া মুশকিল। এই সুযোগটা কাজে লাগাতে হবে অন্যদের। তবে, আমরা এই মুহূর্তে এই ধরনের পরিস্থিতি নিয়ে ভাবছি না। আর পয়েন্ট টেবিলে কে কোথায় আছে, এসব নিয়ে ভাবারও কোনও মানে হয় না। সহজ হিসাব, আমরা জয়ের লক্ষ্যেই নামব।”

এই মুহূর্তে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৩৩তম স্থানে ভারত। আফগানিস্তান র‍্যাঙ্কিংয়ে ১৬১। দুই দলের মুখোমুখি সাক্ষাতেও এগিয়ে ‘ব্লু টাইগার্স’। ভারত জিতেছে ১৩ বার। মাত্র দু’বার জয় পেয়েছে আফগানিস্তান। ড্র হয়েছে ৭ ম্যাচ। তাজিকিস্তানের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে আফগানদের মুখোমুখি হওয়ার আগে খালিদের সংযোজন, “আফগানিস্তান ভালো দল। ওদের হালকাভাবে নেওয়ার কোনও প্রশ্নই নেই। ওদেরও তো সুযোগ আছে। আফগানিস্তানও উজাড় করে দেওয়ার চেষ্টায় থাকবে। শেষ ম্যাচে আশানুরূপ খেলতে পারিনি। তাই আমাদের সেরাটা দিতে হবেই।”

দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল গত বছর গুয়াহাটিতে। বিশ্বকাপ বাছাইপর্বে ১-২ গোলে হেরে গিয়েছিল ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে ভারত শেষ জয় পেয়েছিল তিন বছর আগে। কলকাতায় এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ২-১ গোলে জয় পেয়েছিল ব্লু টাইগার্সরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ