সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিসেম্বরের শহরে চমকের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। দীর্ঘ ১৪ বছর পর কলকাতায় আসতে চলেছেন লিওনেল মেসি। তবে এবার আর যুবভারতী নয়, আর্জেন্তিনীয় কিংবদন্তি মাতাতে চলেছেন ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সের মঞ্চ। শুধু ইডেন নয়, সব ঠিক থাকলে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়াম ও দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেও পড়তে চলেছে মেসির পা।
২০১১ সালে ভারতে এসেছিলেন লিওনেল মেসি। কলকাতা জুড়ে আবেগের ঝড় উঠেছিল নীল-সাদা জার্সির আর্জেন্টিনাকে কেন্দ্র করে। আবার সেই একই উন্মাদনা, একই উচ্ছ্বাস শোনা যাবে শহরের অলিগলিতে। পেলে, মারাদোনার পদধূলি পড়েছে এই শহরে। এর মধ্যে কলকাতায় ঘুরে গিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমি মার্টিনেজ। এবার ফের মেসিকে দু’চোখ ভরে দেখার অপেক্ষা শহরের ক্রীড়াপ্রেমীদের।
তবে এবার আর নব্বই মিনিটের লড়াইয়ে নয়। মেসির সম্মানে আয়োজিত হতে চলেছে ‘গোট কাপ’। ‘গোট’ অর্থে ‘গ্রেটেস্ট অফ অল টাইম’। সেখানে ক্রিকেট, ফুটবল ও বিনোদনের জগতের তারকারা মাঠে নামবেন। সাতজনের দুটি দলের ম্যাচ হবে দুই অর্ধে ১৫ মিনিট করে। এর সঙ্গে একটি টাইব্রেকার। সেখানে দুই দলের হয়ে শুরুটা করবেন মেসি। পুরো ম্যাচ না খেলুন, তাই বা কম কী?
দাঁড়ান, এখানেই শেষ নয়। থাকছে সঙ্গীতানুষ্ঠান- যার নাম ‘দ্য গোট কনসার্ট’। সেখানে দেশবিদেশের বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা অংশগ্রহণ করবেন। হয়তো দেখা গেল, আপনি প্রিয় শিল্পীর গানে মুগ্ধ হয়ে আছেন। আর সেই সময়েই ইডেন আলো করে প্রবেশ করলেন মেসি। শীতের সন্ধ্যায় গোটা স্টেডিয়াম ঘুরে গ্রহণ করলেন ৭০ হাজার দর্শকের উষ্ণ অভিনন্দন। শোনা যাচ্ছে, খুদে ফুটবলারদের পরামর্শ দেওয়ার জন্য একটি সেশন রাখা হবে। তবে মেসি কবে আসবেন, কতদিন থাকবেন, সেসব কিছুই চূড়ান্ত হয়নি। তা না হোক, বিশ্বজয়ী মেসিকে ঘিরে যে উন্মাদনার পারদ এখন থেকেই চড়তে শুরু করবে, তা বলে রাখা যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.