Advertisement
Advertisement
Lionel Messi

মেসি বনাম ধোনি-কোহলি! ভারতের বিশ্বজয়ের মাঠে ব্যাট হাতে নামবেন আর্জেন্টিনীয় মহাতারকা

ডিসেম্বরে ভারতে আসছেন লিওনেল মেসি।

Report says Lionel Messi may play cricket with MS Dhoni and Virat Kohli at Mumbai in December
Published by: Arpan Das
  • Posted:August 1, 2025 4:09 pm
  • Updated:August 1, 2025 4:09 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিসেম্বরে যে মেসি মাদকতায় ভারত ভাসবে, সেটা তো আগেই প্রকাশ্যে এসেছে। ফুটবলের কিংবদন্তি আসবেন কলকাতাতেও। তার সঙ্গে মুম্বইয়েও আর্জেন্টিনীয় মহাতারকার পা পড়তে চলেছে। কেমন হবে যদি ব্যাট হাতে ছক্কা হাঁকান মেসি? তাও সেটা ভারতের বিশ্বকাপ জয়ের মঞ্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে? আর তাঁর বিপক্ষে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি বা বিরাট কোহলি।

Advertisement

না, কল্পনা নয়। বাস্তব হতে পারে এই ছবিটা। তার জন্য অপেক্ষা করতে হতে পারে ডিসেম্বর পর্যন্ত। ভারতীয় ভূখণ্ডে মেসি পদার্পণ করবেন ১২ ডিসেম্বর। পরের দিন কলকাতার ইডেনে অনুষ্ঠান। সেখান থেকেই রাতে উড়ে যাবেন আহমেদাবাদ। সেখানে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে ছোট্ট অনুষ্ঠান রয়েছে। তার পরের দিন ১৪ ডিসেম্বর মেসি যাবেন মুম্বই। যেখানে অনুষ্ঠান রাখা হয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কলকাতায় মেসির অনুষ্ঠানে যেরকম উপস্থিত থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেরকম মুম্বইয়ে ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস।

কলকাতায় মেসির সঙ্গে দেখা হবে প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। মেসির সঙ্গে দেখা করার জন্য সেরকম মুম্বই উড়ে যাবেন বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এক বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়কের সঙ্গে দেখা করবেন আরেক বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক। থাকতে পারেন বিরাট কোহলিও। মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা জানাচ্ছেন, “মেসি ওয়াংখেড়েতে ১৪ ডিসেম্বর বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট খেলতে পারেন। সব কিছু চূড়ান্ত হলে আয়োজকরা সূচি ঘোষণা করবে।”

জানা যাচ্ছে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে সাত দলের একটি ম্যাচ হতে পারে। সেখানে মেসির বিপক্ষে থাকতে পারেন ধোনি-কোহলি। থাকতে পারেন ‘ঘরের ছেলে’ শচীন তেণ্ডুলকর, রোহিত শর্মাও। যদি এই পরিকল্পনা বাস্তবায়িত করা যায়, তাহলে তা ভারতের ক্রীড়াভক্তদের জন্য স্বপ্নের মুহূর্ত হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ