Advertisement
Advertisement
Manchester United

রোনাল্ডো-বেকহ্যামদের জার্সিতে নিষেধাজ্ঞা! কেন এমন ‘আজব’ ফতোয়া ম্যান ইউর?

এমন সিদ্ধান্ত নিয়ে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন সমর্থকরা।

Ronaldo-Beckham jersey ban! Why did Manchester United make such a decision?

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:July 31, 2025 8:40 am
  • Updated:July 31, 2025 8:40 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে এরিক কান্তোনা, ডেভিড বেকহ্যাম, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর খেলা দেখার জন্য মুখিয়ে থাকতেন ফুটবলপ্রেমীরা। তাঁদের জাদুস্পর্শে ইংলিশ ক্লাব সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছিল। সেই কারণেই কিংবদন্তি এই ফুটবলারদের নামে মুদ্রিত জার্সির চাহিদাও তুঙ্গে উঠেছিল। অনেকেই স্টেডিয়ামে হাজির হতেন তাঁদের নামের জার্সি গায়ে চাপিয়ে। এই জার্সির চাহিদা এখনও সমানতালে রয়েছে। কিন্তু হঠাৎই তাদের প্রাক্তন তিন তারকার নামে জার্সি প্রিন্টিং নিষিদ্ধ করেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আচমকা এমন নিষেধাজ্ঞার কারণই বা কী?

Advertisement

জুলাইয়ের শুরুতে ২০২৫-২৬ মরশুমের জন্য অ্যাওয়ে জার্সি প্রকাশ করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। নতুন এই জার্সি নিয়ে সমর্থকদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। সিমোন লয়েড নামে এক সমর্থক জার্সি সংগ্রহের লক্ষ্যে ম্যান ইউর মেগা স্টোরে গিয়েছিলেন। সেখানেই তাঁর চোখে পড়ে প্রাক্তন তিন তারকার নামে জার্সি প্রিন্টিং নিষেধাজ্ঞার বিষয়টি। শার্ট প্রিন্টিং পলিসির একটি নোটিশও চোখে পড়ে তাঁর। সেখানে চার নম্বর পয়েন্টে লেখা, ‘লাইসেন্স সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে কান্তোনা, বেকহ্যাম, রোনাল্ডোর জার্সি আমরা প্রিন্ট করতে পারছি না।’

কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল ম্যান ইউ কর্তৃপক্ষ? ইংলিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’কে তারা জানিয়েছে, তিন আইকনিক ফুটবলারের নিজস্ব ইমেজ রাইটস রয়েছে। সেই কারণে কান্তোনা, বেকহ্যাম, রোনাল্ডোর নামে মুদ্রিত জার্সি তারা স্টোরে রাখবে না। ইংলিশ ক্লাবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কেবল এবারের মরশুমেরই জার্সি পাওয়া যাবে স্টোরে। অতীতে ব্যবহৃত কোনও জার্সি পাওয়া যাবে না। ম্যান ইউর এহেন সিদ্ধান্ত নিয়ে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন সমর্থকরা।

নব্বইয়ের দশকে ম্যান ইউর পরিচিত মুখ ছিলেন এরিক কান্তোনা। ১৯৯২ সালে তাদের চতুর্থ প্রিমিয়ার লিগ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। ৭নং জার্সি পরে খেলতেন। ‘রেড ডেভিলস’-এর যুব অ্যাকাডেমিতে বেড়ে ওঠা ডেভিড বেকহ্যামের অবদান কম কিছু নয়। তিনি ছ-ছ’টি লিগ শিরোপা জিতেছেন ম্যান ইউর হয়ে। ১৯৯৯ সালে ত্রিমুকুট জয়ী দলের সদস্য ছিলেন ডিবি৭ (ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে তিনি ৭ নম্বর জার্সি পরে খেলতেন)। অন্যদিকে, ম্যান ইউতে থাকাকালীন, ২০০৮ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন রোনাল্ডো। তাছাড়াও তিনবার লিগ চ্যাম্পিয়ন জয়ী দলের সদস্য ছিলেন সিআর৭। ম্যান ইউর হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগও। সেই কারণে এই তিন ফুটবলারের কদর ম্যান ইউ সমর্থকদের কাছে বিশাল। তাঁদের নামে মুদ্রিত জার্সি না পেয়ে সমর্থকদের মুখ ভার। তাই ক্লাব কর্তৃপক্ষ যতই আত্মপক্ষ সমর্থনে কথা বলুক না কেন, তা মন থেকে মেনে নিতে পারছেন না তাঁরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ