সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমস্ত জল্পনার অবসান। আগামী মরশুমে আল নাসেরেই থাকতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক’দিন আগেই গুজব রটে, তিনি নাকি সৌদির ক্লাব ছাড়ছেন। যদিও সেই সম্ভাবনা নিজেই উড়িয়ে দিয়েছেন সিআর৭। নেশনস কাপ জিতে তিনি সটান জানিয়ে দেন, আগামী মরশুমে সৌদির ক্লাবেই থাকতে চলেছেন।
ম্যাচের পর এক সংবাদমাধ্যমের তরফে রোনাল্ডোকে প্রশ্ন করা হয় তাঁর ভবিষ্যৎ নিয়ে। উত্তরে তিনি বলেন, “ভবিষ্যৎ? না না, ভবিষ্যৎ বদলাবে না। আমি আল নাসেরেই থাকব।” আল নাসেরের সঙ্গে রোনাল্ডোর চুক্তি এই মাসের শেষ পর্যন্ত। ২০২২-এ ফুটবল বিশ্বকে চমকে দিয়ে সৌদি প্রো লিগে আল নাসেরে এসেছিলেন রোনাল্ডো। ধারাবাহিকভাবে গোলও করেছেন। কিন্তু সৌদিতে এই মরশুমে কোনও ট্রফি জিততে পারেননি পর্তুগিজ কিংবদন্তি।
মাঝে অবশ্য শোনা যাচ্ছিল, আরও আড়াই বছরের জন্য চুক্তি বাড়াতে পারেন তিনি। কিন্তু মে মাসের গোড়ার দিকে আল ইত্তিহাদের কাছে দু’গোলে এগিয়ে থেকেও ৩-২ গোলে হেরে যায় তাঁর ক্লাব। রোনাল্ডো এতটাই বিরক্ত হয়ে যান যে, পোশাক না বদলেই স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান। এরপরেই জল্পনা বাড়ে, ৪০ বছর বয়সি তারকার আল নাসের ছাড়ার সম্ভাবনা প্রবল।
এদিকে নেশনস লিগ ফাইনালের আগে শোনা যায়, রোনাল্ডোকে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট নাকি প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেসব যে নেহাতই জল্পনা, তা স্পেনকে হারিয়ে স্বয়ং বুঝিয়ে দিলেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। উল্লেখ্য, এই মরশুমে আল নাসেরের হয়ে ৪১ ম্যাচে ৩৫টি গোল করেছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.