ছবি সন্দীপ নন্দীর সোশাল মিডিয়া
প্রসূন বিশ্বাস: আসন্ন মরশুমে ভালো ফল করতে মরিয়া ইস্টবেঙ্গল। সেই লক্ষ্যেই নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে তারা। কোচিং স্টাফেও অনেক বদল এনেছে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব। এই আবহে ইস্টবেঙ্গলের নতুন গোলকিপার কোচ হিসেবে নিয়োগ করা হল সন্দীপ নন্দী। এর ফলে হেডকোচ অস্কার ব্রুজোর সঙ্গে পাল্লা কাজ করতে দেখা যাবে এই বাঙালি গোলকিপার কোচকে।
শিশির ঘোষ ছিলেন তাঁর আইডল ফুটবলার। স্বপ্ন ছিল শিশিরের মতো স্ট্রাইকার হওয়ার। বর্ষীয়ান কোচ অমল দত্ত তাঁকে একবার নামিয়েওছিলেন স্ট্রাইকার হিসেবে। যদিও শেষপর্যন্ত ছোটবেলার কোচ গৌতম সরকারের কথায় হয়ে যান গোলকিপার। এরপর তাঁর হাতের বিশ্বস্ত দস্তানা রুখে দিয়েছে নিশ্চিত পতন। তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়েছিল সোনালি শিবির-মোহনবাগান ম্যাচটাই। এর পরেই তাঁর সামনে উন্মুক্ত হয় জাতীয় দলের দরজা। দেশের হয়েছে খেলেছেন ৫৪টি ম্যাচ। তাছাড়াও জিতে নিয়েছেন জাতীয় লিগ, আই লিগ। ইস্টবেঙ্গলের আশিয়ান কাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। আর এবার এহেন সন্দীপ নন্দী ইস্টবেঙ্গলের মূল দলের গোলকিপার কোচ হিসেবে একবছরের চুক্তিতে সই করেছেন।
ফুটবলার হিসেবে দারুণ সফল সন্দীপ ইস্টবেঙ্গল ছাড়াও চুটিয়ে খেলেছেন মোহনবাগান, চার্চিল ব্রাদার্স, মাহিন্দ্রা ইউনাইটেডে। তাছাড়াও তাঁর কোচিং কেরিয়ারও যথেষ্ট আলোকিত। অনেক ক্লাবে গোলকিপার কোচ হিসেবে কাজ করেছেন সুনামের সঙ্গে। সেই তালিকায় রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড, মহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি, রাজস্থান ইউনাইটেড। সেখান থেকে ইস্টবেঙ্গলে। ফুটবলার হিসেবে মশাল ব্রিগেডকে দিয়েছেন বহু সাফল্য। এবার তাঁর লক্ষ্য গোলকিপার কোচ হিসেবে লাল-হলুদ ক্লাবকে সফলতা এনে দেওয়া। সন্দীপের অন্তর্ভুক্তিতে মশাল বাহিনীর গোলকিপিং বিভাগের ভুলত্রুটিগুলি শুধরে যাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
জানা গিয়েছে, সন্দীপ নন্দীর পরীক্ষা নিয়েছিলেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজো এবং থাংবোই সিংটো। তাঁদের সন্তুষ্ট করার পরেই ইস্টবেঙ্গলে চাকরি নিশ্চিত হয়েছে বর্ধমানের এই প্রাক্তন ফুটবলারের। হেডকোচ অস্কার ব্রুজোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত ইস্টবেঙ্গলের বহু যুদ্ধের সৈনিক সন্দীপ নন্দী। তবে দলে কোনও নতুন গোলকিপার নেওয়া হবে কিনা, সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.