Advertisement
Advertisement
AIFF

AIFF এলিট কোচিং কোর্স সম্পূর্ণ সঞ্জয়-শঙ্করলাল-বাস্তবের

মুম্বইয়ে AIFF থেকে এলিট কোচিং কোর্সের প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল।

Sanjoy Sen, Bastab Roy and Sankal Lal Chakraborty complete AIFF Elite Coaching Course
Published by: Arpan Das
  • Posted:July 1, 2025 7:33 pm
  • Updated:July 1, 2025 7:46 pm   

স্টাফ রিপোর্টার: বাংলার তিন কোচ সঞ্জয় সেন, বাস্তব রায় ও শঙ্করলাল চক্রবর্তী এআইএফএফ এলিট কোচিং কোর্স সম্পূর্ণ করলেন। তাঁদের পাশাপশি ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত দুই প্রো লাইসেন্স কোচ থংবোই সিংটো এবং বিনো জর্জও এই কোচিং কোর্স সম্পূর্ণ করেছেন।

Advertisement

২৭ জুন থেকে ৩০ জুন মুম্বইয়ে এআইএফএফ থেকে এলিট কোচিং কোর্সের প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল। ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর সাবির পাশা ও হেড অফ কোচ ডেভলপমেন্ট বিবেক নাগুলের তত্ত্বাবধানে এই কর্মসূচিতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের এএফসি প্রো লাইসেন্সধারী বা ‘এ’ লাইসেন্সধারী কোচেরা। মোট ২৪ জন কোচ এলিট কোচিং কোর্স সম্পূর্ণ করেছেন।

সঞ্জয় সেনের অধীনে বাংলা গত মরশুমে সন্তোষ ট্রফি জিতেছে। শঙ্করলাল চক্রবর্তী বর্তমানে পাঞ্জাব এফসি’র সহকারী কোচ। বাস্তব রায় গত মরশুমে আইএসএলের দ্বিমিকুট জয়ী মোহনবাগানের সহকারী কোচ। তিনজনেরই আগে প্রো লাইসেন্স ছিল। অন্যদিকে থংবোই সিংটো ইস্টবেঙ্গলের হেড অফ্ ফুটবল ও বিনো জর্জ সহকারী কোচও এআইএফএফ এলিট কোচিং কোর্স সম্পূর্ণ করেছেন রবিবার রাতেই তাঁরা কলকাতায় ফিরেছেন। এই কোর্সের জন্য কলকাতা লিগে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে থাকতে পারেননি বিনো জর্জ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ