সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েই ফেললেন আর্জেন্টিনার তারকা ফুটবলার সের্জিও আগুয়েরো (Sergio Aguero)। হৃদযন্ত্রে সমস্যার কারণেই মাত্র ৩৩ বছর বয়সে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি।
আর্জেন্টাইন ক্যাপ্টেন লিওনেল মেসির (Lionel Messi) সঙ্গে দারুণ বন্ধুত্ব আগুয়েরোর। সেই মেসি বার্সেলোনা (Barcelona) ছেড়ে চলে গিয়েছেন প্যারিস সাঁ জাঁয়। অন্য দিকে, ম্যানচেস্টার সিটি-তে দশ বছর কাটানোর পর বার্সায় যোগ দেন আগুয়েরো। চলতি বছরের অক্টোবরে আলাভাসের বিরুদ্ধে ১-১ ম্যাচে বার্সার হয়ে নেমেছিলেন তিনি।
সেই ম্যাচের ৪২ মিনিটে তুলে নিতে হয় খর্বকায় এই স্ট্রাইকারকে। তখনই জানা যায়, হৃদযন্ত্রে সমস্যা হয়েছে আগুয়েরোর। সেই সময়ে খবর ছড়িয়েছিল, আগুয়েরোর অবস্থা যতটা খারাপ মনে করা হচ্ছে, পরিস্থিতি আসলে তার থেকেও খারাপ। হৃদযন্ত্রের সমস্যার জন্য তাঁর ফুটবল জীবন রীতিমতো ঝুঁকিতে। জীবনের ঝুঁকি আর নিতে চাননি আগুয়েরো। তাই সিদ্ধান্তটা নিয়েই ফেললেন।
King Kun.
Everyone at Manchester City would like to take this opportunity to thank for his incredible contribution to our success over the last decade and wish him well in his retirement 💙
— Manchester City (@ManCity)
প্রিয় ফুটবলকে বিদায় জানানোর সময়ে আবেগপ্রবণ হয়ে পড়েন আগুয়েরো। তিনি বলেছেন, ”পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানানোর জন্যই এই সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে। আমার জন্য খুবই কঠিন মুহূর্ত। নিজের স্বাস্থ্যের কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত আমাকে নিতে হয়েছে। দেড় মাস আগেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। মাঠে প্রত্যাবর্তনের চেষ্টা চালিয়েও ব্যর্থ হই। তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।” পাঁচ বছর বয়সে ফুটবলে পা দেওয়ার সময়েই এমন দুর্দান্ত এক পেশাদার জীবনের স্বপ্ন দেখেছিলেন আগুয়েরো। সেই বর্ণময় ফুটবল জীবনেই পূর্ণচ্ছেদ টেনে দিলেন মেসির বন্ধু আগুয়েরো
উল্লেখ্য, আর্জেন্টিনার হয়ে ১০১ টি ম্যাচ থেকে ৪১ টি গোল করেছিলেন আর্জেন্টাইন তারকা। কোপা আমেরিকা জয়ী আলবিসেলেস্তে দলের সদস্য ছিলেন আগুয়েরো। ম্যান সিটির জার্সিতে ১৮৪টি গোল করেন তিনি। ২৭৫টি ম্যাচ খেলেছেন তিনি। তার আগে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ১৭৫টি ম্যাচ থেকে ৭৪টি গোল করেন আগুয়েরো। বার্সার হয়ে অবশ্য মাত্র ৪টি ম্যাচে নামেন তিনি। গোল করেন একটি।
“I have decided to stop playing football.”
—
— FC Barcelona (@FCBarcelona)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.