ছবি সোশাল মিডিয়া
ইউনাইটেড স্পোর্টস ৩ (সাহিল ২, দীপেশ ১)
মহামেডান ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে লজ্জার হার মহামেডান স্পোর্টিংয়ের। নিজেদের প্রথম ম্যাচে দু’বার এগিয়ে গিয়েও কলকাতা পুলিশের বিরুদ্ধে ড্র করে পয়েন্ট খোয়াতে হয়েছিল সাদা-কালো ব্রিগেডকে। এদিন ইউনাইটেড স্পোর্টস ম্যাচে নামার আগে তাই কিছুটা চাপেই ছিলেন কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা। প্রকৃতপক্ষে ম্যাচেও দেখা গেল সাদা-কালো ফুটবলাররা সেই চাপ থেকে বের হতে পারলেন। ম্যাচের ফলাফল যার জলজ্যান্ত প্রমাণ। সোজাসাপটা ০-৩ গোলে হার স্বীকার করতে হল মহামেডানকে।
ইউনাইটেড ম্যাচের আগে ডামাডোল পরিস্থিতি তৈরি হয় মহামেডান শিবিরে। কিছুদিন আগেই কাশিমভের বকেয়া বেতন না মেটানোর জন্য ফিফার নির্বাসনের চিঠি পেয়েছিল মহামেডান ক্লাব। মঙ্গলবার ফের আরও একটা ট্রান্সফার ব্যানের চিঠি পেয়েছিলেন মহামেডান কর্তরা। এবার অ্যালেক্সিস গোমেজের বেতন না মেটানোর জন্য চিঠি আসে মহামেডান স্পোর্টিং ক্লাবে। এই আবহেই বুধবার ঘরোয়া লিগে নৈহাটি স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে খেলতে নামে মহামেডান। ম্যাচের শুরুটা খুব একটা খারাপ করেনি সাদা-কালো ব্রিগেড। খেলার গতির বিরুদ্ধে গিয়ে বেশ কয়েকটি সুযোগও আদায় করে নেয় মহামেডান। তবে, অধিক দাপট বজায় রাখেন ইউনাইটেড স্পোর্টসের ছেলেরা। যদিও প্রথমার্ধে কোনও পক্ষই কোনও গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধে বাড়তি উদ্যম নিয়ে খেলতে থাকেন ইউনাইটেড ফুটবলাররা। ৬৪ মিনিটে দীপেশ মুর্মুর গোলে এগিয়ে যায় তারা। ৭৫ মিনিটে ইউনাইটেডকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন সাহিল হরিজন। এর দু’মিনিট পর জয়সূচক গোল সাহিলেরই। মহামেডানকে ৩-০ গোলে পরাস্ত করার পর আহত ফুটবলার তারক হেমব্রমের আরোগ্য কামনা করে বিশেষ পোস্টার প্রদর্শন করেন ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কোচ এবং ফুটবলাররা।
উল্লেখ্য, সোমবার মোহনবাগান বনাম রেলওয়ে এফসি ম্যাচের ৩৫ মিনিটে চোট পেয়েছিলেন প্রতিশ্রুতিমান ফুটবলার তারক হেমব্রম। মার্শাল কিস্কুর সঙ্গে সংঘর্ষে বাঁ-পায়ে গুরুতর চোট পান তারক। যন্ত্রণায় রীতিমতো কাতরাতে থাকেন। তাঁর শুশ্রূষা শুরু করেন মোহনবাগানের চিকিৎসক। তারপর দেখা যায়, যখন তাঁর পায়ে ব্যান্ডেজ করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানে দু’টো ছাতা দিয়ে সাপোর্ট দেওয়া। পরে তাঁকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারকের চিকিৎসায় বড় ভূমিকা নেন ইউনাইটেড স্পোর্টসের কর্তা নবাব ভট্টাচার্য। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি। তবে প্রায় দেড় মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.