মোহনবাগান জনতার হৃদয়ে দোলা দিতে কায়া ব্যান্ডের নতুন 'সবুজ মেরুন গান'।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯ জানুয়ারি ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান (Mohun Bagan) ও ইস্টবেঙ্গল (East Bengal)। সুপার কাপের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে কলকাতা ডার্বিতে (Derby) যে দল জিতবে সেই দল পৌঁছে যাবে সুপার কাপের (Kalinga Super Cup) সেমিফাইনালে। আর হাইভোল্টেজ এই ম্যাচের ঠিক একদিন আগেই শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাব নিয়ে নতুন একটি দুর্দান্ত গানের সাথে হাজির বাংলার জনপ্রিয় ব্যান্ড কায়া (Kaya Band)।
কায়া ব্যান্ডের এই গানটির নাম ‘সবুজ মেরুন গান’। সংবাদ প্রতিদিন এবং এক্সট্রা টাইম বাংলার যৌথ প্রযোজনায় এবং কায়া ব্যান্ডের সঙ্গীত শিল্পীদের অসাধারণ সুর ও কথায় ইতিমধ্যেই মন জিতে নিয়েছে মোহনবাগান সমর্থকদের।
ডার্বির আগে মোহনবাগান ক্লাব নিয়ে গান স্বাভাবিক ভাবেই বাড়তি উচ্ছ্বাস যোগাবে সবুজ-মেরুন ব্রিগেডকে।
গানটি লিখেছেন সৌগত রুদ্র। গানটির কম্পোজিশন এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে কায়া ব্যান্ড। গানটি রেকর্ড হয়েছে ই ফ্ল্যাট স্টুডিওতে এবং মিক্সিং ও মাস্টারিং করেছেন শ্যাম্বো। ৯০ মিনিটের মর্যাদার যুদ্ধের আগে এই গানকে কেন্দ্র করে সবুজ-মেরুন সমর্থকদের উদ্দীপনা তুঙ্গে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.