Advertisement
Advertisement
Cristiano Ronaldo

জল্পনার অবসান, আরও দু’বছর আল নাসেরেই রোনাল্ডো

সৌদি ক্লাবের দু'বছরের চুক্তিতে সই করলেন সিআর৭।

Speculation ends, Cristiano Ronaldo to stay at Al Nasser for another two years

ছবি এক্স

Published by: Prasenjit Dutta
  • Posted:June 26, 2025 7:40 pm
  • Updated:June 27, 2025 2:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মরশুমে আল নাসেরেই থাকছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরের (Al Nasser) সঙ্গে দু’বছরের চুক্তিতে সই করলেন সিআর৭। একমাস আগে রোনান্ডো সোশাল মিডিয়ায় লেখেন, ‘এই অধ্যায়ের শেষ এখানেই। গল্প লেখা হবে নতুন করে।’ এরপরেই অনুরাগীরা ধরে নিয়েছিলেন, আল নাসেরের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হতে চলেছে। তবে, এখন আর কোনও জল্পনা রইল না।

আল নাসেরের সঙ্গে রোনাল্ডোর চুক্তি ছিল জুনের মাসের শেষ পর্যন্ত। তবে, এই চুক্তি নিশ্চিত করেছে, ২০২৭ সাল পর্যন্ত সৌদির ক্লাবেই থাকবেন রোনাল্ডো। ২০২২-এ ফুটবল বিশ্বকে চমকে দিয়ে আল নাসেরে এসেছিলেন রোনাল্ডো। তারপর থেকে আল নাসেরের হয়ে ১০৫ ম্যাচে করেছেন ৯৩ গোল। কিন্তু সৌদিতে এই মরশুমে কোনও ট্রফি জিততে পারেননি পর্তুগিজ কিংবদন্তি।

আল নাসেরের সঙ্গে নতুন চুক্তির কথা শেয়ার করে রোনাল্ডো লেখেন, ‘একটি নতুন অধ্যায় শুরু হল। একই আবেগ, একই স্বপ্ন। আসুন একসঙ্গে ইতিহাস তৈরি করি।’ উল্লেখ্য, মে মাসের গোড়ার দিকে আল ইত্তিহাদের কাছে দু’গোলে এগিয়ে থেকেও ৩-২ গোলে হেরে যায় তাঁর ক্লাব। রোনাল্ডো এতটাই বিরক্ত হয়ে যান যে, পোশাক না বদলেই স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান। এরপরেই জল্পনা বাড়ে, ৪০ বছর বয়সি তারকার আল নাসের ছাড়ার সম্ভাবনা প্রবল।

যদিও নেশনস কাপ জিতে তিনি সটান জানিয়ে দিয়েছিলেন, আগামী মরশুমে সৌদির ক্লাবেই থাকতে চলেছেন। ম্যাচের পর এক সংবাদমাধ্যমের তরফে রোনাল্ডোকে প্রশ্ন করা হয় তাঁর ভবিষ্যৎ নিয়ে। উত্তরে তিনি বলেন, “ভবিষ্যৎ? না না, ভবিষ্যৎ বদলাবে না। আমি আল নাসেরেই থাকব।” সেই কথারই এদিন সিলমোহর পড়ল। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement