Advertisement
Advertisement
Mohun Bagan

বর্ধমানে অ্যাকাডেমির প্রস্তাব সৃঞ্জয় বোসের, নির্বাচনী প্রচারে আই লিগ জয়ের ১০ বছর পূর্তির সেলিব্রেশনও

'সদস্যরা ঠিকভাবে বিচার করে ভোট দেবেন', আত্মবিশ্বাসী মোহনবাগানের প্রাক্তন সচিব।

Srinjoy Bose offered a new Academy in Barddhaman in Mohun Bagan election campaign

বর্ধমানে সৃঞ্জয় বোসের নির্বাচনী সভা। ছবি: মুকলেসুর রহমান

Published by: Arpan Das
  • Posted:May 31, 2025 4:03 pm
  • Updated:May 31, 2025 4:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগান নির্বাচনে সৃঞ্জয় বোস ক্ষমতায় এলে বর্ধমানে শুরু হবে ফুটবল অ্যাকাডেমি। বর্ধমানে নির্বাচনী প্রচারে বড় প্রস্তাব সবুজ-মেরুনের প্রাক্তন সচিবের। ১০ বছর আগে ৩১ মে আই লিগ জিতেছিল মোহনবাগান। শনিবার সেই সাফল্যের উদযাপনের পাশাপাশি নির্বাচন নিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি সৃঞ্জয়ের।

এদিনের নির্বাচনী সভায় তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ, শিলটন পাল প্রমুখ। মোহনবাগানের নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হলেও জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন সৃঞ্জয় বোস। কলকাতা-সহ বিভিন্ন জেলায় সভা করেছেন তিনি। ইতিমধ্যে নির্বাচনী ইস্তাহারও প্রকাশ করেছেন তিনি। বর্ধমানের নক্ষত্র হোটেলে নির্বাচনী সভায় সৃঞ্জয় বোসের প্রতিশ্রুতি, বর্ধমানে মোহনবাগান অ্যাকাডেমি চালু করতে চান। এর আগে সেলের সহায়তায় দুর্গাপুরে একটি অ্যাকাডেমি চালু হয়েছিল। সেই নিয়ে সৃঞ্জয় বলেন, “সেই অ্যাকাডেমি অত্যন্ত সফল ছিল। অনেক প্লেয়ার উঠেছে। আমি মোহনবাগান সুপার জায়ান্টস কোম্পানির সঙ্গে কথা বলব, যদি বর্ধমানে ফুটবল অ্যাকাডেমি শুরু করা যায়। আগেরবার সেল এগিয়ে এসেছিল বলে আমরা অ্যাকাডেমি খুলতে পেরেছিলাম।”

তিনি আরও বলেন, “আগে আমাদের একটা অ্যাকাডেমি ছিল, কারণ আমাদের সঙ্গে পার্টনার ছিল। আমি কথা বলব, যাতে নতুন করে অ্যাকাডেমি শুরু করা যায়। তাছাড়া আমাদের যারা স্কাউট দল আছে, তারা যাতে আরও ভালো করে নতুন প্লেয়ার তুলতে পারে, সেদিকে নজর থাকবে।” মহিলাদের টিমে জোর দেওয়া হবেও বলেন জানান তিনি। “সদস্যরা সব দিক ঠিকভাবে বিচার করে ভোট দেবেন”, মোহনবাগানের নির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী সৃঞ্জয়। এর সঙ্গে মোহনবাগানের প্রবীণ সদস্য অর্থাৎ যাঁরা ৫০ বছরের উপর সদস্য, তাঁদের আর সদস্যপদ পুনর্নবীকরণ করতে হবে না। তাঁদের অবর্তমানে পরিবারের অন্য সদস্যদের কাছে সদস্যপদ হস্তান্তর করা যাবে।

উল্লেখ্য, ২০১৫ সালে ৩১ মে আই লিগ জিতেছিল মোহনবাগান। চ্যাম্পিয়ন হওয়ার আনন্দের মুহূর্ত কোনও মোহনবাগান সমর্থক ভুলতে পারবেন না। আই লিগ জয়ী সেই দলের অধিনায়ক ছিলেন গোলকিপার শিলটন পাল। শনিবার কেক কেটে সেই সাফল্যের দশ বছরের পূর্তি উদযাপন করা হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement