Advertisement
Advertisement
Mohun Bagan

আজ সচিব পদে মনোনয়ন জমা দেবেন সৃঞ্জয় বোস

আরও ২১টি পদেও মনোনয়ন পেশ করবেন বিভিন্ন সদস্যরা।

Srinjoy Bose will file nomination for Mohun Bagan secretary post
Published by: Anwesha Adhikary
  • Posted:June 9, 2025 9:34 am
  • Updated:June 9, 2025 2:32 pm   

স্টাফ রিপোর্টার: আজ বিকেলে মোহনবাগান সচিব পদে মনোনয়ন পেশ করবেন সৃঞ্জয় বোস। সঙ্গে আরও ২১টি পদেও মনোনয়ন পেশ করবেন বিভিন্ন সদস্যরা। মোহনবাগান নির্বাচন ঘিরে বেশ কিছুদিন ধরেই সরগরম ময়দান। এর আগেও ময়দানে বিভিন্ন ক্লাবে নির্বাচন হয়ছে। কিন্তু ক্লাব নির্বাচন ঘিরে এই পর্যায়ের উত্তেজনা আগে দেখা গিয়েছে কি না, অনেকেই মনে করতে পারছেন না।

Advertisement

সাধারণ নির্বাচনের মতোই দু’পক্ষ সৃঞ্জয় বোস শিবির এবং দেবাশিস দত্ত শিবির ক্লাব সদস্যদের সঙ্গে নিয়মিত মিটিং করেছেন। মনোনয়ন দাখিলের শেষ দিনের আগে রবিবার দু’পক্ষই ব্যস্ত থেকেছেন নির্বাচনী প্রচারে। তবে দু’পক্ষ যাই প্রচার করুন না কেন শেষ পর্বে এসে সৃঞ্জয় বোস এবং দেবাশিস দত্ত দু’জনেই মোহনবাগান নির্বাচনে সমঝোতার রাস্তা বেছে নিয়েছেন। আর এই সমঝোতায় ঠিক হয়েছে, ক্লাবের সচিব পদে ফের ফিরে আসছেন সৃঞ্জয় বোস। সভাপতি হবেন দেবাশিস দত্ত।

মোহনবাগান ক্লাবে সভাপতি পদে যেহেতু নির্বাচন হয় না, তাই সোমবার দেবাশিস দত্তর মনোনয়ন দাখিলের কোনও সম্ভাবনাই নেই। সচিব সৃঞ্জয় বোসের নেতৃত্বে কার্যকরী কমিটি গঠনের পর সভাপতি হিসেবে দেবাশিস দত্তকে মনোনীত করে নেবে নতুন কমিটি। এরকমটাই ঠিক হয়েছে। সঙ্গে সহ সভাপতিও বেছে নেবে নতুন কার্যকরী কমিটি। যেহেতু দু’পক্ষের সমঝোতায় কার্যকরী কমিটি গঠিত হতে চলেছে, তাই একটাই প্যানেল জমা হওয়ার সম্ভাবনা।

মোহনবাগানের নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় আগেই জানিয়েছিলেন, সোমবার ৯ জুন মনোনয়ন দাখিলের শেষ দিন। যে মনোনয়ন পত্র জমা হবে, মঙ্গল এবং বুধবার সেগুলিই খতিয়ে দেখা হবে। যদি এক পোস্টে একাধিক মনোনয়ন পেশ হয়, তাহলে ১২ এবং ১৩ জুন সময় রাখা হয়েছে, যদি কেউ মনোনয়ন প্রত্যাহার করে নেন, তার জন্য। তবে ক্লাবের উন্নয়নের কথা ভেবে দু’পক্ষই যেহেতু বিনা নির্বাচনে সমঝোতার পথে গিয়েছেন, তাই একাধিক মনোনয়ন দাখিলের সম্ভাবনা কম।

সোমবার বিকেল তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে সচিব পদে মনোনয়ন পেশ করতে মোহনবাগানে যাবেন সৃঞ্জয় বোস। সঙ্গে মনোনয়ন পেশ করবেন বাকি সদস্যরাও। ফলে এতদিন ধরে ক্লাবের নির্বাচন ঘিরে যে উত্তেজনার হাওয়া তৈরি হয়েছিল, সোমবার বিকেলে তার নিষ্পত্তি ঘটতে চলেছে। সোমবার মনোনয়ন পেশের শেষ দিন হওয়ায়, তাঁবুতে সমর্থকদের সমাগম হওয়ার সম্ভাবনা বেশি। সৃঞ্জয় বোস সচিব হতে চলেছেন, তা ইতিমধ্যেই সদস্য-সমর্থকরা জেনে গিয়েছেন। বাকি অন্যান্য পদে কোন কর্তা বা প্রাক্তন ফুটবলাররা আসছেন, তা নিয়েই সদস্য-সমর্থকদের মধ্যে হাল্কা উত্তেজনা রয়েছে। সোমবার বিকেলেই সব প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে যাবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ