Advertisement
Advertisement

Breaking News

Footballer passes away

জোটার মৃত্যুর পরের দিনই প্রয়াত তারকা ফুটবলার, শোকস্তব্ধ ফুটবলমহল

সতীর্থরা তাঁকে ভালোবেসে ডাকতেন 'ডোডোমায়ানা'।

Star footballer passes away the day after Jota's death, leaving football world in shock

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:July 4, 2025 4:43 pm
  • Updated:July 4, 2025 8:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিয়োগো জোটার মৃত্যুর পরের দিনই প্রয়াত হলেন নাইজেরিয়ার কিংবদন্তি গোলরক্ষক পিটার রুফাই। ৬১ বছর বয়সে লেগোসে তাঁর নিজ বাড়িতে প্রয়াণ ঘটেছে তাঁর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন পিটার। নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করা হয়েছে।

নাইজেরিয়া ফুটবল ফেডারেশন এক্স হ্যান্ডেলে লেখে, ‘কিংবদন্তি সুপার ঈগলস গোলরক্ষক পিটার রুফাইয়ের মৃত্যুতে আমরা শোকাহত। তিনি নাইজেরিয়ান ফুটবলের একজন জায়ান্ট। ১৯৯৪ সালের আফ্রিকান কাপ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন তিনি।’ উল্লেখ্য, ১৯৯৪ সালে তিউনিসিয়ায় অনুষ্ঠিত ফাইনালে জাম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে নাইজেরিয়া আফ্রিকা কাপ অফ নেশনস ট্রফি জিতেছিল।

এই গোলরক্ষককে সতীর্থরা ভালোবেসে ডাকতেন ‘ডোডোমায়ানা’। তিনি নাইজেরিয়ার খেলেছেন ৬৫টি ম্যাচ। ১৯৯৪ এবং ১৯৯৮ সালের বিশ্বকাপে নাইজেরিয়া দলে ছিলেন। তাঁর দস্তানা একটা সময় বিশাল ভরসা জুগিয়েছিল দলকে। রুফাইয়ের কেরিয়ার শুরু তাঁর দেশের ক্লাব স্টেশনারি স্টোরস এফসি’তে। এরপর খেলেন ফেমো স্করপিয়ন্সে। ১৯৮৬ সালে বেনিনের ক্লাবে চলে আসেন তিনি।

তাছাড়াও তিনি বেলজিয়ামে কাটিয়েছেন ছ’বছর। খেলেছেন সেখানকার কেএসসি লোকেরেন ওস্ট-ভ্লান্ডারেন এবং কেএসকে বেভেরেন ক্লাবে। খেলেছেন নেদারল্যান্ডস, পর্তুগাল এবং স্পেনের ক্লাবেও। মজার তথ্য হল, ১৯৯৩ সালের ২৪ জুলাই, ইথিওপিয়ার বিরুদ্ধে একটি আফ্রিকান কাপের বাছাইপর্বের খেলায় পেনাল্টি থেকে গোল করেছিলেন তিনি। এহেন রুফাইয়ের মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement