Advertisement
Advertisement
Sunil Chhetri

‘ভারতীয় ফুটবলের এই অবস্থায় আমরাও উদ্বিগ্ন’, আইএসএল স্থগিত হওয়ায় ‘হাসি মুছেছে’ সুনীল ছেত্রীর

তবে হাল ছাড়তে নারাজ সুনীল।

Sunil Chhetri is concern about ISL and hopes that tournament will start soon
Published by: Arpan Das
  • Posted:July 16, 2025 1:07 pm
  • Updated:July 16, 2025 1:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাতত স্থগিত আইএসএল। টুর্নামেন্টের আয়োজক ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড অর্থাৎ এফএসডিএলের তরফ থেকে ক্লাবগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে, ২০২৫-২৬ মরশুমের আইএসএলকে আপাতত স্থগিত রাখছে তারা। কারণ, এফএসডিএলের সঙ্গে এআইএফএফের চুক্তি মাস্টার্স রাইট এগ্রিমেন্ট অর্থাৎ এমআরএ নবীকরণ নিয়ে এখনও কোনও নিশ্চয়তা তাদের কাছে নেই। দু’পক্ষের চুক্তি শেষ হচ্ছে চলতি বছরের ৮ ডিসেম্বর। ফলে আইএসএলের ভবিষ্যৎ এখন বিশ বাঁও জলে। যা নিয়ে চিন্তিত ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীলও ছেত্রী। নিজের জন্য নয়, দেশের ফুটবলের সঙ্গে যুক্ত সকলের জন্যই উদ্বিগ্ন সুনীল।

Advertisement

সোশাল মিডিয়ায় বেঙ্গালুরু এফসি’র অধিনায়ক লিখেছেন, ‘কয়েক সপ্তাহ আগে যখন জানতে পারি মরশুমের প্রস্তুতি শিবির এক পক্ষ পিছিয়ে গিয়েছে, তখন খুশি হয়েছিলাম। কারণ, তখন আমি ছুটিতে ছিলাম। নিজের পুরনো ছন্দে ফেরার জন্য আরেকটু সময় লাগত। কিন্তু সেই এক পক্ষকাল এখন অনির্দিষ্টকালে পরিণত হয়েছে। আমার মুখে তখন যে হাসি ফুটেছিল, তা এখন মুছে গিয়েছে। প্রথমে আমি নিজের কথা ভাবছিলাম। তারপর বিভিন্ন ক্লাবের ফুটবলারদের সঙ্গে কথা বলে বুঝতে পারি সমস্যাটা কতটা বড় আর গুরুত্বপূর্ণ।’

তিনি আরও লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে ভারতীয় ফুটবল যে পরিস্থিতির মধ্যে পড়েছে, তা খুবই উদ্বেগজনক। আমি খেলোয়াড়, কর্মী, ফিজিওদের কাছ থেকে প্রচুর বার্তা পেয়েছি। শুধু আমার ক্লাব থেকে নয়, অন্যান্য ক্লাব থেকেও। ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত প্রত্যেকেই যে অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছি, তা নিয়ে আমরা রীতিমতো চিন্তিত, আহত, আশঙ্কিত।’

তবে হাল ছাড়তে নারাজ সুনীল। তাঁর বিশ্বাস, ভারতীয় ফুটবলের উপর থেকে কালো মেঘ কেটে যাবে। তিনি আরও লিখেছেন, ‘আমি আশাবাদী যে শীঘ্রই এর সমাধান হবে। ফুটবল পরিচালনার সঙ্গে যারা যুক্ত, তারা কাজ করছেন। আমার কাছে হয়তো সব প্রশ্নের উত্তর নেই, তবে ভারতীয় ফুটবলের সঙ্গে জড়িত সকলের প্রতি আমার বার্তা রইল। সকলে ধৈর্য ধরে থাকুন। আমরা একসঙ্গে এই ঝড়ের মোকাবিলা করব। এক সঙ্গে থাকুন, একে অপরের খোঁজ রাখুন। অনুশীলন চালু রাখুন। ফুটবল আবার শুরু হবে। শুরু হবেই।’

উল্লেখ্য, ২০২৫-এর ডিসেম্বর পর্যন্ত ফেডারেশনের সঙ্গে চুক্তি রয়েছে এফএসডিএলের। কিন্তু এই মরশুমে নির্দিষ্ট সময়ে আইএসএলে শুরু হলে তা চলবে এপ্রিলের শেষ পর্যন্ত। কিন্তু চুক্তি তো ডিসেম্বর পর্যন্ত। তাহলে জানুয়ারি থেকে বিনা চুক্তিতে কীভাবে হবে আইএসএল? সমস্যাটা এখানেই শুরু হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট থেকেও জানিয়ে দেওয়া হয়েছে, কল্যাণ চৌবের নেতৃত্বে ফেডারেশনের কোনও কমিটি এফএসডিএলের সঙ্গে চুক্তি বৃদ্ধি নিয়ে কোনও আলোচনা করতে পারবে না। ফলে ভারতীয় ফুটবল নিয়ে ডামাডোল লেগেও রয়েছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement