Advertisement
Advertisement
Super Cup

বন্ধ হতে চলেছে সুপার কাপ! ফেড কাপ ফেরানোর ভাবনায় ফেডারেশন

ফেড কাপ ফিরলে ভারতীয় ফুটবল মানচিত্রে ব্যাপক বদল হওয়ার সম্ভাবনা।  

Super Cup is about to be discontinued! Federation considering bringing back Fed Cup
Published by: Prasenjit Dutta
  • Posted:May 7, 2025 2:04 pm
  • Updated:May 7, 2025 2:04 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৮ সাল থেকে শুরু হয়েছিল সুপার কাপ। অথচ সাত বছর গড়াতে না গড়াতেই বন্ধ হয়ে যেতে পারে এই টুর্নামেন্ট। জানা গিয়েছে, সুপার কাপের জায়গায় ফেরানো হতে পারে ফেডারেশন কাপ। ১৯৭৭ সালে শুরু হওয়া বার্ষিক এই নকআউট ফুটবল প্রতিযোগিতা ২০১৭ সালে বন্ধ করে এআইএফএফ শুরু করেছিল সুপার কাপ। ফেড কাপ ফিরলে ভারতীয় ফুটবল মানচিত্রে ব্যাপক বদল হওয়ার সম্ভাবনা।  

Advertisement

সেভাবে জনপ্রিয়তা লক্ষ করা যায়নি এই ফুটবল টুর্নামেন্টকে ঘিরে। সেই কারণেই সুপার কাপ বন্ধ হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে এবছর দর্শক টানতে একেবারেই ব্যর্থ হয়েছে সুপার কাপ। এমনকী টুর্নামেন্টের এমনই দুরবস্থা যে, সুপার কাপ চ্যাম্পিয়ন দল পায় মাত্র ২৫ লক্ষ টাকা। ফলস্বরূপ এই টুর্নামেন্ট অনেকটাই আকর্ষণ হারিয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

এবছর সুপার কাপের জনপ্রিয়তায় ভাটার কারণ হিসেবে উঠে এসেছে আরও দু’টো কারণ। প্রথমত, আইএসএল লিগ-শিল্ড ও কাপ চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার কাপে তাদের প্রথম দল নামায়নি। মাত্র একজন বিদেশিকে সবুজ-মেরুন বাহিনী মাঠে নামিয়েছিল। দ্বিতীয় সারির দল নিয়েই কোয়ার্টার ফাইনালে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে দিয়েছিলেন বাস্তব রায়ের ছেলেরা। তবে, সেমিফাইনালে এফসি গোয়ার কাছে হার স্বীকার করে মোহনবাগান।

অন্যদিকে, চার্চিল ব্রাদার্স সুপার কাপ থেকে দল তুলে নিয়েছিল। আসলে সুপার কাপ যখন শুরু হয়, সেই সময় অনেক ফুটবলারই জাতীয় শিবিরে চলে গিয়েছিলেন। তাই নিজেদের দলের জাতীয় ফুটবলারের সার্ভিস অনেক দলই পায়নি। প্রতিবাদস্বরূপ দল তুলে নেয় চার্চিল। এহেন পরিস্থিতিতে ফেডারেশন কাপ ফিরিয়ে আনা হতে পারে বলে খবর। আর তা যদি হয়, ভারতীয় ফুটবল মানচিত্রে বড়সড় বদল ঘটতে চলেছে। সেক্ষেত্রে মরশুম শুরু হবে ফেড কাপ দিয়ে। আর ডুরান্ড কাপকে পাঠিয়ে দেওয়া মরশুম শেষে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ