দুলাল দে: সাময়িকভাবে কাটল ভারতীয় ফুটবলের অচলাবস্থা। মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ফেডারেশনের দায়িত্বে থাকবে বর্তমান কমিটিই। কোনও অন্তর্বর্তী নির্বাচনের প্রয়োজন নেই। জানিয়ে দিল শীর্ষ আদালত। একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানাল, ফেডারেশনের নতুন সংবিধান অবিলম্বে কার্যকর করতে হবে। সম্ভব হলে চার সপ্তাহের মধ্যে। শীর্ষ আদালতের এই রায়ের ফলে আপাতত ফিফার নির্বাসনের খাঁড়া ফেডারেশনের উপর থেকে উঠে গেল বলে মনে করা হচ্ছে।
ফেডারেশনের সংবিধান নিয়ে ২০১৭ সাল থেকে মামলা চলছে। এর আগে অন্তর্বর্তী রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, যতদিন না মামলার চূড়ান্ত রায়দান হচ্ছে ততদিন AIFF-এর বর্তমান কমিটি কোনও সিদ্ধান্ত নেবে না। তবে শুক্রবার চূড়ান্ত রায়ে জানিয়ে দেওয়া হল, কল্যাণ চৌবের নেতৃত্বে বর্তমান কার্যকরী কমিটিই মেয়াদ শেষ পর্যন্ত ফেডারেশনের কাজকর্ম সামলাবে।
সংবিধান নিয়ে শীর্ষ আদালতের বিচারপতি নরসিমা এবং এ এস চন্দুরকরের বক্তব্য, যত দ্রুত সম্ভব কার্যকরী কমিটির বৈঠক ডেকে সংবিধান কার্যকর করতে হবে। এবং ওই সংবিধানে সুপ্রিম কোর্ট যে যে সংশোধনের কথা বলেছে, সেগুলিও গ্রহণ করতে হবে। শীর্ষ আদালতের নির্দেশ, সম্ভব হলে চার সপ্তাহের মধ্যেই সংশোধনী-সহ নতুন সংবিধান কার্যকর হোক।
শীর্ষ আদালতের এই রায়ে আপাতত ভারতীয় ফুটবলের জটিলতা কাটছে। এই রায়ের অর্থ, ফেডারেশনের বর্তমান কমিটিই এবার থেকে আর্থিক লেনদেন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারবে। যার ফলে নতুন কোনও সংস্থার সঙ্গে চুক্তি করতে আর বাঁধা রইল না এআইএফএফের। তাছাড়া ফেডারেশনের নতুন সংবিধান অক্টোবরের মধ্যে গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছে ফিফা। সেই নির্দেশ না মানলে ফের ফেডারেশনকে সাসপেন্ড করা হতে পারে। এতদিন সুপ্রিম কোর্টে মামলা থাকায় সংবিধান নিয়ে সিদ্ধান্ত নিতে পারছিল না ফেডারেশন। এবার সে সমস্যাও মিটছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.