ছবি আইএফএ সোশাল মিডিয়া
বাংলা: ৭ (সুস্মিতা হ্যাটট্রিক, সুস্মিতা, মৌসুমি, রিম্পা, মমতা)
মেঘালয়: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট জয় দিয়ে জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপ, রাজমাতা জিজাভাই ট্রফিতে যাত্রা শুরু বাংলার মেয়েদের। প্রতিপক্ষ মেঘালয়ের বিরুদ্ধে ‘সেভেন স্টার’ পারফরম্যান্স সুলঞ্জনা, সুস্মিতাদের। হ্যাটট্রিক করলেন সুলঞ্জনা রাউল। বাংলার প্রমীলা ব্রিগেডের ঝড়ের সামনে কার্যত খড়কুটোর মতো উড়ে গেল মেঘালয়। ৭-০ গোলে জয় পেল বাংলা।
শনিবার কৃষ্ণনগরের রায় মেমোরিয়াল ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে শুরু থেকে দাপুটে মেজাজে দেখা যায় বাংলার মেয়েদের। তাঁদের একের পর এক আক্রমণ আছড়ে পড়ে মেঘালয়ের রক্ষণভাগে। ডিফেন্সিভ কৌশল নিয়েও কাজের কাজ করতে পারেনি উত্তর-পূর্বের এই দল। বরং সুযোগ কাজে লাগিয়ে বিপক্ষকে গোলের মালা পরাল বাংলা।
প্রথমেই সুলঞ্জনা রাউলের গোলে এগিয়ে যায় বাংলা। মেঘালয়ের দুই ডিফেন্ডারকে পরাস্ত করে গোলটি ছিল দর্শনীয়। তাঁর গোলেই ব্যবধান দ্বিগুণ করে বাংলা। অসাধারণ এক ডিফেন্স চেরা বল পেয়ে বিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়কে বোকা বানিয়ে পেনাল্টি বক্সে বাঁ পায়ে শট নেন সুলঞ্জনা। বাঁ-দিকে ঝাঁপিয়েও নাগাল পাননি মেঘালয়ের গোলকিপার।
দূরপাল্লার শটে বিশ্বমানের গোল করেন সুস্মিতা লেপচা। চতুর্থ গোল মৌসুমি মুর্মুর। গোল করেন রিম্পা হালদার, মমতা হাঁসদাও। ৫৪ মিনিটে সুলঞ্জনাকে রুখতে পেনাল্টি বক্সের বাইরে বেরিয়ে এসেছিলেন মেঘালয় গোলকিপার। গোলকিপারের সেই ‘ভুল’কে কাজে লাগান তিনি। গোলকিপার এবং আরেক ডিফেন্ডারকে কাটিয়ে ফাঁকা গোলে বল জড়িয়ে দিয়ে হ্যাটট্রিক সম্পন্ন করেন সুলঞ্জনা। ৩০তম রাজমাতা জিজাভাই ট্রফিতে বাংলার পরের ম্যাচ ৮ সেপ্টেম্বর, রেলওয়েজের বিরুদ্ধে।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.