সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের কোচের পদে আবেদন করেছিলেন বার্সেলোনা ও স্পেনের কিংবদন্তি জাভি হার্নান্দেজ। কিন্তু অর্থাভাবের জন্য নাকি সেই আবেদন খারিজ করে দিয়েছিল ভারতীয় ফুটবল ফেডারেশন। এমন খবরে আচমকা শোরগোল পড়ে গিয়েছিল। শুধু ভারতীয় ফুটবলে নয়, বিশ্ব ফুটবলমহলেও। কিন্তু সত্যিই কি তাই? জানা যাচ্ছে, ফেডারেশনকে ‘বোকা’ বানিয়েছে ১৯ বছরের এক যুবক। তারপরও যেভাবে খবর ছড়িয়েছে, তাতে প্রশ্ন উঠছে, এই ভুল বোঝাবুঝির দায় কার?
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জাতীয় দলের ফুটবল ডিরেক্টর সুব্রত পাল বলেছিলেন, “এটা ঠিক যে জাভির নাম সেখানে ছিল। আবেদনটি এআইএফএফ-কে ইমেল করা হয়েছিল।” ওই প্রতিবেদনে এও বলা হয়, জাভি তাঁর নিজের ইমেল আইডি থেকে আবেদনটি পাঠিয়েছিলেন। কিন্তু অন্যান্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনের মতো, তার যোগাযোগ নম্বরের জায়গাটি খালি ছিল। টেকনিক্যাল কমিটির এক সদস্যও বলেছিলেন, “ধরে নিলাম যে, জাভি সত্যিই ভারতীয় ফুটবলে আগ্রহী। তাকে রাজিও করানো গেল। কিন্তু তাঁকে কোচ হিসেবে যুক্ত করতে বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন হত।”
যদিও বাস্তব ছবিটা অন্য। এখন জানা যাচ্ছে, জাভি আদৌ আবেদনই করেননি। ইটালির প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, ‘ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে জাভির কোনও কথাই হয়নি।’ তাহলে এই গন্ডগোলের সূত্রপাত কোথা থেকে? জানা যাচ্ছে, ১৯ বছর বয়সি এক যুবক জাভির নাম করে ফেডারেশনকে ভুয়ো মেল পাঠিয়েছেন। যার মেল আইডি [email protected]। ভারতের এক ক্রীড়া সাংবাদিক, ওই তরুণের সঙ্গে কথা বলেন এবং ওই মেল সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন। মেলের বয়ানও পোস্ট করেছেন তিনি।
ইতিমধ্যেই ভারতের বাইরের ফুটবল ভক্তরা বলতে শুরু করেছেন, জাভির নাম ব্যবহার করে এআইএফএফ নিজেদের ‘দাম’ বাড়িয়েছে। নিশ্চয়ই, সেটা ঘটনা সেটা নয়। তবু সমালোচনা থামছে না। এমনিতেই ফেডারেশনকে ঘিরে হাজারও সমস্যা। তার মধ্যে এই ঘটনা ফেডারেশনের কর্মকর্তাদের বিপাকে ফেলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.