Advertisement
Advertisement
East Bengal

নজর কলকাতা ফুটবল লিগে, লাল-হলুদে সই তিন বঙ্গসন্তানের

আসন্ন কলকাতা লিগে একই গ্রুপে রয়েছে মোহনবাগান-ইস্টবেঙ্গল।

Three Bengalis sign for East Bengal, eyes on Calcutta Football League

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:June 7, 2025 12:36 pm
  • Updated:June 7, 2025 12:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন কলকাতা ফুটবল লিগের জন্য দল গোছাতে শুরু করেছে ইস্টবেঙ্গল। স্কোয়াডে নতুন সংযোজন তিন বঙ্গসন্তান। লাল-হলুদে সই করেছেন মনতোষ মাজি, বিক্রম প্রধান এবং সঞ্জয় ওরাওঁ।

মনতোষ ও বিক্রম সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের সদস্য ছিলেন। স্ট্রাইকার পজিশনে খেলেন মনতোষ। বিক্রম প্রধান এবং সঞ্জয় ওরাওঁ খেলেন ডিফেন্ডার ও মিডফিল্ডার পজিশনে। এই তিন বঙ্গসন্তানের অন্তর্ভুক্তি লাল-হলুদ দলকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

এই মরশুমের প্রথমদিনের অনুশীলন থেকে মশাল ব্রিগেডের সঙ্গে যুক্ত রয়েছেন তিন ফুটবলার। তিনজনের লক্ষ্য, কলকাতা লিগে ভালো খেলে আইএসএলে ইস্টবেঙ্গলের মূল দলে সুযোগ করে নেওয়া। প্রসঙ্গত, ক্রীড়ামন্ত্রীর অরূপ বিশ্বাসের চাপে কলকাতা লিগের ম্যাচে ভূমিপুত্রের উপস্থিতি বাড়াতে বাধ্য হয়েছে আইএফএ। পাঁচজন নয়, এবার থেকে ক্লাবগুলিকে ম্যাচে ছ’জন ভূমিপুত্রকে রাখতেই হবে মাঠে।

উল্লেখ্য, আসন্ন কলকাতা লিগে একই গ্রুপে রয়েছে দুই প্রধান। গ্রুপ এ-তে যখন দুই প্রধান, অন্যদিকে গ্রুপ বি-তে রয়েছে মহামেডান। এই গ্রুপেই রয়েছে ডায়মন্ড হারবার এফসির মতো আর এক শক্তিশালী দল। গ্রুপ এ-তে দুই প্রধান ছাড়া বাকি দলগুলো হল মেসারার্স ক্লাব, কালীঘাট স্পোর্টস লাভার্স, সুরুচি সংঘ, রেলওয়ে এফসি, বেহালা এসএস, জর্জ টেলিগ্রাফ, কালীঘাট মিলন সংঘ, ক্যালকাটা কাস্টমস, পাঠচক্র, আর্মি রেড ও পুলিশ এসি। সিকোয়েন্স অনুযায়ী সপ্তম রাউন্ডে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement