Advertisement
Advertisement
Mohun Bagan

‘পদের অপব্যবহার করে কিছু করিনি’, মোহনবাগানের ভোট ঘোষণার আগেই পদত্যাগ সভাপতি টুটু বোসের

বিবৃতি দিয়ে আর কী জানালেন টুটু বোস?

Tutu Bose resigns from Mohun Bagan club President post
Published by: Arpan Das
  • Posted:April 28, 2025 4:30 pm
  • Updated:April 28, 2025 4:54 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগান ক্লাবের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন টুটু বোস। ক্লাব সচিব ও কার্যকরী সমিতির সদস্যবৃন্দকে পাঠানো চিঠিতে সেই কথা জানিয়েছেন তিনি। সামনেই মোহনবাগানে নির্বাচন। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে নির্বাচনী বোর্ড ইতিমধ্যেই গঠিত হয়েছে। তার আগে মোহনবাগান ক্লাবের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে স্বপনসাধন বোস লিখেছেন, ‘সভাপতির চেয়ার থেকে কোনও এক পক্ষের প্রচার করা উচিত নয়। চেয়ার কিংবা পদের অপব্যবহার কখনও কিছু আমি করিনি, এবারও করব না।’

Advertisement

এই বিবৃতিতে তিনি আরও লিখেছেন, ‘বহু বছর ধরে আমি মোহনবাগান ক্লাবের সঙ্গে জড়িয়ে। মোহনবাগান ক্লাব আমার কাছে মাতৃসম। মোহনবাগান চিরকাল আমার হৃদয়ের বাঁদিকে ছিল, আছে, থাকবে। আমি এত দিন একনিষ্ঠ সেবায়েতের মতো ক্লাবের নিত্যপুজো করেছি। নিজের সাধ্যমতো, মোহনবাগানের সেবা-যত্ন করার চেষ্টা করেছি। আর কতটা করতে পেরেছি, সবচেয়ে ভালো জানেন আমার প্রিয় সদস্য-সমর্থকরা। যাঁদের কাছে আমি টুটুদা কিংবা শুধুই টুটু।’

তিনি আরও লিখেছেন, ‘ক্লাবের নির্বাচন যেহেতু দোরগোড়ায়, তাই সদস্যদের উদ্দেশ্যে আমারও কিছু বলা দরকার। কারণ, কোন কমিটি আসবে, তাতে থাকবেন কারা, তা ঠিক করবেন সদস্যরা। কিন্তু সভাপতির চেয়ারে বসে থেকে সেই কাজ আমার পক্ষে করা সম্ভব নয়। আসলে সভাপতির চেয়ার থেকে কোনও এক পক্ষের প্রচার করা উচিত নয়। চেয়ার কিংবা পদের অপব্যবহার করে কখনও কিছু আমি করিনি, এবারও করব না। তাই ঠিক করেছি, মোহনবাগান ক্লাবের সভাপতির পদ থেকে ইস্তফা দেব আমি। আপনাদের কাছে অনুরোধ, দয়া করে আমার ইস্তফাপত্র গ্রহণ করবেন। যাতে আমার মন যা বলছে, তা নির্দ্বিধায় আমি আমার প্রিয় সদস্যদের বলতে পারি।’

উল্লেখ্য, নির্বাচন প্রক্রিয়া নিয়ে কাজ শুরু করে দিয়েছে অসীম রায়ের নেতৃত্বাধীন নির্বাচনী বোর্ড। যদিও নির্বাচন কবে হবে, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। দশ হাজারেরও বেশি ভোটার রয়েছেন মোহনবাগানে। কোথায় ভোটগ্রহণ হবে, বোর্ড সেই সিদ্ধান্ত নেবে সদস্যপদ নবীকরণের পরে। ভোটার তালিকা তৈরি করে ক্লাবে প্রকাশ করা হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ