Advertisement
Advertisement
Real Madrid

জোড়া পেনাল্টিতে রিয়ালকে জেতালেন এমবাপে, ৮ গোলের থ্রিলারে চ্যাম্পিয়ন্স লিগে ড্র জুভেন্টাস-ডর্টমুন্ডের

অন্য দিকে জয় দিয়েই ইউসিএলের অভিযান শুরু করল আর্সেনাল ও টটেনহাম হটস্পার।

UCL: Mbappe Penalty Double Gives Real Madrid Opening Win Over Marseille
Published by: Arpan Das
  • Posted:September 17, 2025 9:04 am
  • Updated:September 17, 2025 9:13 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু হল রিয়াল মাদ্রিদের। তবে যথেষ্ট কাঠখড় পোড়াতে হল তার জন্য। কিলিয়ান এমবাপের জোড়া গোলে মার্সেইয়ের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জিতলেও চিন্তা কমবে না রিয়াল কোচ জাবি আলোন্সোর। অন্যদিকে ৮ গোলের থ্রিলারে রুদ্ধশ্বাস ড্র জুভেন্টাস ও বরুসিয়া ডর্টমুন্ডের। ম্যাচ শেষ হল ৪-৪ ব্যবধানে। তবে জয় দিয়েই ইউসিএলের অভিযান শুরু করল আর্সেনাল, টটেনহাম হটস্পার।

Advertisement

সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথমে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। ফ্রান্সের ক্লাব মার্সেইয়ের বিরুদ্ধে আক্রমণাত্মক শুরু করেও ধাক্কা খান এমবাপেরা। যার মূল কারণ, অসংখ্য গোলের সুযোগ নষ্ট। এমবাপে, রদ্রিগো থেকে উঠতি প্রতিভা মাস্তানতুওনো, সবাই এক দলে। তার মধ্যে ৫ মিনিটের মাথায় চোট পেয়ে বেরিয়ে যান ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড। ২২ মিনিটে আর্দা গুলারের ভুল থেকে এগিয়ে যায় মার্সেই। মেসন গ্রিনউডের পাস থেকে গোল করেন টিমোথি উইয়াহ।

তবে ২৮ মিনিটেই সমতা ফেরায় ১৫ বারের ইউসিএল চ্যাম্পিয়নরা। বক্সের মধ্যে ফাউল করা হয় রদ্রিগোকে। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি এমবাপে। প্রথমার্ধে ফলাফল ছিল ১-১। ৭২ মিনিটে লাল কার্ড দেখে রিয়ালের বিপদ বাড়ান অধিনায়ক দানি কার্ভাহাল। ট্রেন্টের চোট ও কার্ভাহালের কার্ড, চ্যাম্পিয়ন্স লিগে পরের ম্যাচে ডানদিকের সাইড ব্যাক খুঁজতে সমস্যায় পড়বেন আলোন্সো। যাই হোক, ৮১ মিনিটে ফের পেনাল্টি পায় লস ব্ল্যাঙ্কোসরা। গোল করে দলের জয় নিশ্চিত করেন এমবাপে।

চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে রুদ্ধশ্বাস ড্র জুভেন্টাস ও বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যে। প্রথম ৫০ মিনিটে কার্যত নিস্তেজ ছিল দুই দল। তারপরই যেন গোলের দরজা খুলে গেল। ৫২ মিনিটে প্রথম গোল ডর্টমুন্ডের করিম আদিয়েমির। ৬৩ মিনিটে সমতা ফেরান জুভেন্টাসের ইলদিজ। ২ মিনিট পর ফেলিক্সের গোলে ফের এগিয়ে যায় জার্মানির ক্লাব। আবার মাত্র ২ মিনিটের অপেক্ষা। ৬৭ মিনিটে সমতা ফেরান ডুসান ভ্লাহোভিচ। তবে ৭৪ মিনিটে কৌতো ও ৮৬ মিনিটে বেন্সেবাইনি ডর্টমুন্ডকে এগিয়ে দেন। ডর্টমুন্ড এগিয়ে ছিল ৪-২ ব্যবধানে। কিন্তু ৯৪ মিনিটে ভ্লাহোভিচ ও ৯৬ মিনিটে লয়েড কেলি ৪-৪ করে দেন। ঘরের মাঠে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত এক পয়েন্ট পকেটে ভরতে পারল জুভেন্টাস। অন্যদিকে স্পেনের অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে ২-০ গোলে জিতেছে আর্সেনাল। গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি ও লিওনার্দো ত্রোসার্দ। অন্য ম্যাচে লুইস জুনিয়রের আত্মঘাতী গোলে ভিলারিয়েলকে হারাল টটেনহাম।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ