Advertisement
Advertisement
UEFA Champions League

ডর্টমুন্ডকে হারিয়ে নকআউট পর্বে বার্সেলোনা, চ্যাম্পিয়ন্স লিগে দুঃসময় অব্যাহত ম্যান সিটির

অন্য ম্যাচে সাকার জোড়া গোলের সৌজন্যে মোনাকোর বিরুদ্ধে ৩-০ গোলে জিতল আর্সেনাল। রেড স্টার বেলগ্রেডের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল এসি মিলান।

UEFA Champions League: Barcelona wins vs Dortmund to secure Knockout rounds while Manchester City lost
Published by: Arpan Das
  • Posted:December 12, 2024 8:55 am
  • Updated:December 12, 2024 8:55 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারা অব্যাহত বার্সেলোনার। ডর্টমুন্ডকে হারিয়ে নকআউট পর্বে চলে গেল হান্সি ফ্লিকের দল। রুদ্ধশ্বাস ম্যাচে বার্সেলোনা জিতল ৩-২ গোলে। জোড়া গোল ফেরান তোরেসের। অন্যদিকে জুভেন্টাসের কাছে ০-২ গোলে হেরে আরও পিছিয়ে পড়ল পেপ গুয়ার্দিওয়ালার ম্যাঞ্চেস্টার সিটি।

Advertisement

এদিন ডর্টমুন্ডের ঘরের মাঠ সিগনাল এদুনা পার্কে প্রথমার্ধে কোনও দলই গোল পায়নি। ৫২ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন রাফিনহা। দানি অলমোর থ্রু পাস থেকে অফসাইডের ফাঁদ ছিঁড়ে গোল করে যান ব্রাজিলীয় তারকা। ৬০ মিনিটে পেনাল্টি থেকে জার্মানির ক্লাবকে সমতায় ফেরান গুইরাসি। ৭৫ মিনিটে বার্সেলোনার হয়ে গোল করেন বদলি হিসেবে নামা ফেরান তোরেস।

কিন্তু এগিয়ে যাওয়ার আনন্দ রইল ৩ মিনিট। ৭৮ মিনিটে ২-২ করে দেন সেই গুইরাসি। বার্সেলোনার ডিফেন্সের ভুল থেকে পাওয়া বল জালে জড়িয়ে দেন তিনি। নাটক তখনও বাকি ছিল। ৮৫ মিনিটে ফের জ্বলে উঠলেন তোরেস। ইয়ামালের পাস থেকে চকিতের শটে গোল করে যান স্প্যানিশ ফুটবলার। ৩-২ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে চলে গেল তারা। যেখানে আগেই চলে গিয়েছে লিভারপুল।

অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের পর চ্যাম্পিয়ন্স লিগেও শোচনীয় অবস্থা ম্যাঞ্চেস্টার সিটির। জিততে যেন ভুলেই গিয়েছে পেপ গুয়ার্দিওয়ালার দল। এদিন জুভেন্টাসের কাছে ০-২ গোলে হারল সিটি। ইটালির ক্লাবের হয়ে গোল করেন ভ্লাহোভিচ ও ম্যাকেনি। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ২২ নম্বরে আছে সিটিজেনরা। ইউসিএলের অন্য ম্যাচে সাকার জোড়া গোলের সৌজন্যে মোনাকোর বিরুদ্ধে ৩-০ গোলে জিতল আর্সেনাল। রেড স্টার বেলগ্রেডের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল এসি মিলান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ