Advertisement
Advertisement
UEFA Champions League

চ্যাম্পিয়ন্স লিগে ৩ গোলে এগিয়ে গিয়েও ড্র ম্যাঞ্চেস্টার সিটির, লজ্জার নজির পেপের দলের

ইউসিএলের অন্য ম্যাচে লেওয়ানডস্কির জোড়া গোলে সহজ জয় পেল বার্সেলোনাও।

UEFA Champions League: Manchester City blow three goal lead and Barcelona wins
Published by: Arpan Das
  • Posted:November 27, 2024 9:43 am
  • Updated:November 27, 2024 1:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্দশা কিছুতেই কাটছে না ম্যাঞ্চেস্টার সিটির। ইংলিশ প্রিমিয়ার লিগের পর এবার চ্যাম্পিয়ন্স লিগেও (UEFA Champions League) শোচনীয় অবস্থা পেপ গুয়ার্দিওয়ালার দলের। দাপট জারি রয়েছে বার্সেলোনার। হান্সি ফ্লিকের দল একতরফাভাবে জিতল ফ্রান্সের ক্লাব ব্রেস্টের বিরুদ্ধে। অন্যদিকে বায়ার্ন মিউনিখ ও পিএসজি-র মতো দুই মহাশক্তিধরের লড়াইয়ে জিতল জার্মানির ক্লাব।

Advertisement

ইপিএলে একেবারেই চেনা ছন্দে নেই গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি। সদ্য টটেনহ্যামের কাছে ৪ গোলে বিধ্বস্ত হওয়ার পর হালান্ডদের কাছে সুযোগ ছিল ঘুরে দাঁড়ানোর। নেদারল্যান্ডসের ক্লাব ফেয়েরনুডের বিরুদ্ধে ৭৫ মিনিট পর্যন্ত সেই কাজটা ভালোমতোই চলেছিল। ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল পেপের দল। ৪৪ ও ৫৩ মিনিটে গোল করেছিলেন হালান্ড। আরেকটি গোল করেন ইলকাই গুন্দোগান। কিন্তু তার পরেই ছন্দপতন। পর পর তিনটি গোল শোধ করে ফেয়েরনুড। ৭৫, ৮২ ও ৮৯ মিনিটে গোল করে ম্যাচ ড্র করে তারা। ইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে এই নিয়ে টানা ছয় ম্যাচ জয়হীন থাকল পেপ গুয়ার্দিওয়ালার দল। আর এই ম্যাচে গড়ল লজ্জার নজির। ইউসিএলে প্রথমবার কোনও টিম ৭৫ মিনিট পর্যন্ত ৩ গোলে এগিয়ে থেকে জয় হাতছাড়া করল। 

অন্যদিকে অবশ্য সহজেই জিতল বার্সেলোনা। চোটের জন্য এই ম্যাচে ছিলেন না ‘বিস্ময় প্রতিভা’ লামিনে ইয়ামাল। লা লিগায় পর পর দুইম্যাচ জয় না পেলেও এই ম্যাচে জিততে অসুবিধা হয়নি হান্সি ফ্লিকের দলের। ঘরের মাঠে ব্রেস্টকে তারা উড়িয়ে দিল ৩-০ গোলে। জোড়া গোল করেন রবার্ট লেওয়ানডস্কি। তার মধ্যে প্রথম গোলটি পেনাল্টি থেকে। আরেকটি গোল করেন দানি ওলমো।

জয় পেল ফ্লিকের পুরনো দল বায়ার্ন মিউনিখও। দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডার মিন-জে কিমের একমাত্র গোলে তারা হারাল ফ্রান্সের ক্লাব পিএসজি-কে। এর মধ্যে লাল কার্ড দেখে এমবাপের পুরনো ক্লাবের জন্য প্রত্যাবর্তনের কাজ কঠিন করে দেন উসমান ডেম্বেলে। ইউসিএলের আরেকটি ম্যাচে ৫-১ গোলে স্পোর্টিং লিসবনের বিরুদ্ধে জিতল আর্সেনাল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement