দুলাল দে: চুক্তি ভঙ্গ করতে গেলে দিতে হবে বিশাল ক্ষতিপূরণ। তাই কোচ অস্কার ব্রুজো চাইলেও ছেড়ে দেওয়া সম্ভব হচ্ছে না মাদিহ তালাল এবং হিজাজি মাহেরকে। এদিকে আবার চোট কাটিয়ে দুই ফুটবলারেরই জানুয়ারির আগে ম্যাচে ফেরা এক প্রকার অসম্ভব। তাহলে উপায়? তাহলে কি জানুয়ারির আগে মাত্র চারজন বিদেশি ফুটবলার নিয়ে আইএসএলে খেলবে ইস্টবেঙ্গল?
কোচ অস্কার ব্রুজো এবং ‘হেড অফ ফুটবল’ থাংবই সিংটো নিজেদের মধ্যে আলোচনার পর সিদ্ধান্তে এসেছেন যে, জানুয়ারি পর্যন্ত চারজন বিদেশি নিয়ে ফুটবল খেললে আইএসএলে যথেষ্ট পরিমাণে প্রভাব পড়বে। কারণ, প্রত্যেকবার ব্যর্থ হওয়ার পর এই মরশুমে প্লে অফ খেলার জন্য শুরু থেকেই ঠিকভাবে এগোতে চাইছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। গতবার শুরুতেই টানা ছ’টা ম্যাচে হেরে গিয়ে প্লে অফের দৌড় থেকে ছিটকে যায় ইস্টবেঙ্গল। এবার তাই শুরু থেকেই সতর্ক ইস্টবেঙ্গল। চারজন বিদেশি নিয়ে খেলা শুরু করলে, ফের এই বছরেও শুরুতে দল পিছিয়ে পড়তে পারে, এই ভাবনা থেকেই ঠিক হয়েছে, ৬ জন বিদেশি নিয়েই আইএসএলে খেলা শুরু করবে ইস্টবেঙ্গল। পরে জানুয়ারি থেকে হিজাজি-তালাল খেলায় ফিরলে মোট আটজন বিদেশির মধ্য থেকে ছ’জনকে বেছে নেবেন কোচ অস্কার ব্রুজো। সেই কারণেই অতিরিক্ত অর্থ খরচ হলেও এই মরশুমে আটজন বিদেশি ফুটবলার নিয়ে দল সাজাচ্ছে ইস্টবেঙ্গল।
আপাতত দু’জন নতুন বিদেশি ফুটবলারকে চুক্তিপত্রে সই করানো সম্ভব হয়েছে। একজন প্যালেস্টাইনের রশিদ। অপরজন ব্রাজিলের মিগুয়েল। সার্বিয়ার ডিফেন্ডার ইভানের সঙ্গে কথা চূড়ান্ত হয়ে যাওয়ার পরেও শেষ মুহূর্তে আর চুক্তিপত্রে সই করানো সম্ভব হয়নি। এই মুহূর্তে ইভানকে ভুলে গিয়ে একজন বিদেশি স্ট্রাইকারের সঙ্গে কথা বার্তা অনেকদূর এগিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। আশা করা যাচ্ছে, দিন চারেকের মধ্যেই নতুন বিদেশি স্ট্রাইকারের ব্যাপারে চূড়ান্ত কিছু জানাতে পারবেন লাল-হলুদ কর্তারা। আপাতত ইস্টবেঙ্গলের হাতে থাকা ছ’জন বিদেশি ফুটবলার হলেন, হিজাজি, তালাল, মিগুয়েল, রশিদ, দিমিত্রিয়স দিয়া মান্তাকোস এবং সল ক্রেসপো। আটজনের মধ্যে বাকি দু’জন ফুটবলারদের মধ্যে একজন স্ট্রাইকার একজন ডিফেন্ডার নেওয়া হবে।
ভীষণভাবে চেষ্টা হচ্ছে একজন আফ্রিকান ডিফেন্ডারকে দলে নিতে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও আইএসএলে খেলার জন্য ভালো আফ্রিকান ডিফেন্ডার পাচ্ছে না ইস্টবেঙ্গল। যা খোঁজ আসছে, তাঁরা সবাই ইউরোপের ক্লাবে খেলেন। ঠিক ছিল, আফ্রিকান কোনও ডিফেন্ডারের বায়োডাটা দেখে পছন্দ হলে, তাঁকে ম্যাচে দেখার জন্য আফ্রিকায় যাবেন থাংবই সিংটো। কিন্তু সেরকম কোনও আফ্রিকান ডিফেন্ডারের খোঁজ এখনও পায়নি ইস্টবেঙ্গল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.