সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা তিন ম্যাচে জয়। একটায় তো আবার বিপক্ষকে পাঁচ গোলে উড়িয়ে। সবমিলিয়ে কোপা আমেরিকার শেষ আটে পৌঁছে গেল অপ্রতিরোধ্য উরুগুয়ে। মঙ্গলবার নিয়মরক্ষার ম্যাচে তারা হারাল মার্কিন যুক্তরাষ্ট্রকে। ১-০ গোলে জিতে তিন পয়েন্ট নিশ্চিত করলেন ভালভার্দেরা। এদিন জয়সূচক গোলটি করেন ম্যাথিয়াস অলিভেরা।
গত ম্যাচ বলিভিয়াকে ৫-০ উড়িয়ে দিয়ে কোপার (Copa America 2024) কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে ফেলেছিল লা সেলেস্তেরা। তবে নিয়মরক্ষার ম্যাচে উরগুয়েকে কড়া টক্কর দিল মার্কিন যুক্তরাষ্ট্র। বল দখলের লড়াই থেকে গোলমুখী শট- সব ক্ষেত্রেই প্রায় সেয়ানে সেয়ানে লড়াই হয়েছে দুই দলের মধ্যে। এমনকি সমসংখ্যক পাসও খেলেছে দুই দল! তবে শেষ হাসি হাসল উরুগুয়েই। তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে তারা পৌঁছে গেল কোপা আমেরিকার নকআউট পর্বে।
আয়োজক দেশ আমেরিকার বিরুদ্ধে অ্যারোহেড স্টেডিয়ামে এদিন খেলতে নেমেছিল উরুগুয়ে (Uruguay)। এদিন জিতলে শেষ আটে ওঠার সম্ভাবনা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রেরও। তাই প্রথম থেকেই নান্দে-অলিভেরাদের বিরুদ্ধে জমাট রক্ষণ নিয়ে খেলতে নেমেছিল তারা। ম্যাচের প্রথমার্ধে দুই দল বেশ কিছু সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত গোল হয়নি।
কিন্তু দ্বিতীয়ার্ধে এসে গোলমুখ খুলে ফেলেন অলিভেরা। ৬৬ মিনিটে তাঁর পা থেকেই আসে ম্যাচের একমাত্র গোল। যদিও অনেকের দাবি, অলিভেরা নাকি অফসাইড ছিলেন। যদিও রেফারি তেমনটা মনে করেননি। বৈধ গোল হিসাবেই ধরা হয় ওই শট। গোল খাওয়ার পরে মার্কিন ফুটবলাররা আরও মরিয়া হয়ে আগ্রাসী ফুটবল খেলেন। কিন্তু উরুগুয়ের রক্ষণ ভেদ করতে পারেননি। এদিন হারের ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল আয়োজক দেশ আমেরিকা (USA)।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.