Advertisement
Advertisement
FIFA World Cup qualification

দেড়শো কোটির ভারত পারে না! ইতিহাস গড়ে বিশ্বকাপে ছাড়পত্র উজবেকিস্তান ও জর্ডনের

বিশ্বকাপে জায়গা পাকা করে ফেলেছে দক্ষিণ কোরিয়াও।

Uzbekistan and Jordan make history by qualifying for the World Cup
Published by: Prasenjit Dutta
  • Posted:June 6, 2025 2:18 pm
  • Updated:June 6, 2025 10:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেড়শো কোটির দেশ ভারত পারে না। পারল উজবেকিস্তান, জর্ডন। ইতিহাস গড়ল তারা। এই প্রথমবার পুরুষদের বিশ্বকাপ ফুটবলে খেলার ছাড়পত্র পেল দুই দেশ। তাছাড়াও ২০২৬ বিশ্বকাপে জায়গা পাকা করে ফেলেছে দক্ষিণ কোরিয়াও।

বৃহস্পতিবার উজবেকিস্তানের কাছে সহজ হিসেব ছিল। আরব আমিরশাহীর বিরুদ্ধে কোনওভাবে হারা চলবে না। বাস্তবে সেটাই হয়েছে। ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য অবস্থায়। আর তার পরেই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল মধ্য এশিয়ার দেশটি।

অন্যদিকে, জর্ডন নেমেছিল অনেক ‘যদি কিন্তু’র হিসেব কষে। ওমানের বিরুদ্ধে তাদের ছিল ‘মাস্ট উইন’ ম্যাচ। একই সঙ্গে ইরাকের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়াকে জিততেই হত। দু’টি ক্ষেত্রেই ফলাফল জর্ডনের অনুকূলে। প্রথমত, ম্যাচে ওমানকে তারা ৩-০ গোলে হারিয়েছে। দ্বিতীয়ত, দক্ষিণ কোরিয়াও ২-০ গোলে হারিয়ে দিয়েছে ইরাককে। এরফলে ইতিহাস গড়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিল জর্ডন। আর দক্ষিণ কোরিয়াও টানা ১১ বার বিশ্বকাপের টিকিট পেল দক্ষিণ কোরিয়া।

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে উজবেকিস্তান এখন ৫৭ নম্বরে। অন্যদিকে, ফিফার ক্রমতালিকায় জর্ডন রয়েছে ৬২-তে। ২০১৮ সালে ফিফার ক্রমতালিকায় উজবেকিস্তান ছিল ৯৫-এ। জর্ডন ছিল ১২২-এ। ওই বছর ভারতের র‌্যাঙ্ক ৯৭। ২০২৫ সালে এসে ফিফা ক্রমতালিকায় ভারত নেমে গিয়েছে ১২২-এ। আর উজবেকিস্তান এবং জর্ডন বিশ্বকাপ খেলতে চলেছে। এ নিয়ে সোশাল মিডিয়ায় ভারতীয় ফুটবলের মুণ্ডপাত চলছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement