Advertisement
Advertisement
Sunil Chhetri

৭ বছর পর জাতীয় দলের শিকে ছিঁড়ল বিশালের, প্রত্যাবর্তনের ম্যাচে অধিনায়ক সুনীল

মলদ্বীপের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নেমেছে ভারত।

Vishal Kaith returns to India team after 7 years, Sunil Chhetri leads
Published by: Anwesha Adhikary
  • Posted:March 19, 2025 8:01 pm
  • Updated:March 19, 2025 9:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন দুরন্ত পারফর্ম করেছেন। তাঁর দস্তানার উপর চোখ বুজে ভরসা রাখেন মোহনবাগান সমর্থকরা। কিন্তু দেশের সমস্ত টুর্নামেন্টে দাপিয়ে পারফর্ম করলেও জাতীয় দলের জার্সি অধরা ছিল। অবশেষে সাত বছরের অপেক্ষার অবসান। ব্লু টাইগার্সের জার্সিতে মাঠে নামলেন সবুজ-মেরুন ভক্তদের প্রিয় বিশাল কাইথ। অবসর ভেঙে মাঠে ফেরা সুনীল ছেত্রীর নেতৃত্বে কামব্যাক করলেন তিনি।

Advertisement

২০১৮ সালে শেষবার জাতীয় দলে খেলেছিলেন বিশাল। সেবার সাফ কাপের চারটি ম্যাচেই তিনি ছিলেন ভারতের গোলকিপার। ফাইনালে মলদ্বীপের সঙ্গে ব্লু টাইগার্সের খেলা ছিল। খেতাবি লড়াইয়ে ভারতকে ২-১ হারিয়ে দেয় মলদ্বীপ। ওই ম্যাচের পর আর জাতীয় দলে সুযোগ মেলেনি বিশালের। কিন্তু ২০১৮ সালের পর থেকে একের পর এক মরশুমে দুরন্ত পারফর্ম করেছেন তিনি। সবুজ-মেরুন জনতার নয়নের মণি হয়ে উঠেছেন।

যদিও জাতীয় দলে ডাক না পাওয়া নিয়ে কখনও প্রকাশ্যে কিছু বলেননি বিশাল। তাঁর মত ছিল, “আমার কাজ প্রতি ম্যাচে উন্নতি করা। জাতীয় দলের বিষয় ছিল না। প্রতি মুহূর্তে নিজেকে উন্নত করি। জাতীয় দল হোক বা ক্লাব দল।” তাঁকে একাধিকবার দেশের সেরা গোলকিপারের তকমা দিয়েছেন ফুটবলবোদ্ধারা। কিন্তু জাতীয় দলের দরজা খোলেনি। অবশেষে ৭ বছর পর বুধবার ফের জাতীয় দলের জার্সি গায়ে নামলেন বিশাল। যে মলদ্বীপের বিরুদ্ধে শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তারকা গোলকিপার, সেই মলদ্বীপের বিরুদ্ধেই কামব্যাক হল তাঁর।

অন্যদিকে, অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরলেন সুনীল ছেত্রী। দীর্ঘ কেরিয়ারে এর আগে ছ’বার মলদ্বীপের বিরুদ্ধে খেলেছেন তিনি। শেষবার ২০২১ সালে মলদ্বীপের বিরুদ্ধে ম্যাচে জোড়া গোল এসেছিল সুনীলের পা থেকে। বুধবার মলদ্বীপের বিরুদ্ধে সপ্তমবার খেলতে নামবেন সুনীল।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ