Advertisement
Advertisement
India Football Team

বেঙ্গালুরু থেকে সরছে ম্যাচ, এশিয়ান কাপ কোয়ালিফায়ারে কোথায় মুখোমুখি ভারত-সিঙ্গাপুর?

কেন কান্তিরাভা স্টেডিয়াম থেকে ম্যাচটি সরিয়ে নেওয়া হল?

Where will India Football Team play against Singapore in the AFC Asian Cup qualifiers?

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:September 4, 2025 2:32 pm
  • Updated:September 4, 2025 2:32 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ অক্টোবর এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুরের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল। ম্যাচটি বেঙ্গালুরুতে হওয়ার কথা থাকলেও তা হবে গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে। ভারতীয় ফুটবল ফেডারেশন সোশাল মিডিয়ায় বিবৃতি দিয়ে এ কথা ঘোষণা করেছে।

Advertisement

এআইএফএফ লিখেছে, ‘এএফসি এশিয়ান কাপ ফাইনাল রাউন্ড কোয়ালিফায়ার গ্রুপ সি-র ম্যাচ ভারত-সিঙ্গাপুরের মধ্যে আয়োজিত হবে। ম্যাচটি ১৪ অক্টোবর গোয়ার ফতোর্দার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।’ কেন বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়াম থেকে ম্যাচটি সরিয়ে নেওয়া হল? জানা গিয়েছে, কিন্তু কিছু সমস্যার কারণে বেঙ্গালুরু থেকে ম্যাচ সরে গিয়েছে বলে খবর।

এ প্রসঙ্গে কর্নাটক রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এনএ হারিস বলেন, “কান্তিরাভা স্টেডিয়ামে অ্যাথলেটিক্স-সহ বিভিন্ন খেলা হয়। এখানে যখন ফুটবল খেলা হয়, তখন স্টেডিয়ামের মান ভালো অবস্থায় রাখার জন্য আমাদের আরও সময়ের প্রয়োজন হয়। কিন্তু ম্যাচটি হঠাৎই আমাদের দেওয়া হয়েছিল। আমরা মর্মাহত যে, খেলাটি অন্যত্র হবে। কিন্তু বিষয়টা আমাদের নিয়ন্ত্রণে নেই। বেঙ্গালুরুতে শীঘ্রই ভালো মানের একটা স্টেডিয়াম নির্মিত হবে।”

ভারতীয় দল অক্টোবরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে সিঙ্গাপুরের বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলবে। ৯ অক্টোবর দুই দলের মধ্যে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের কালাংয়ের ন্যাশনাল স্টেডিয়ামে। এরপর তারা গোয়ায় যাবে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের দ্বিতীয় লেগের ম্যাচে অংশ নিতে। উল্লেখ্য, এএফসি’র বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে ভারত এখনও পর্যন্ত জয়হীন। বাংলাদেশের সঙ্গে ০-০ গোলে ড্র করার পর হংকংয়ের কাছে ০-১ গোলে হেরে গিয়েছিল ‘ব্লু টাইগার্স’রা। এখন দেখার, খালিদ জামিলের অধীনে সিঙ্গাপুরে কেমন খেলে ভারতীয় দল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ