Advertisement
Advertisement

Breaking News

India Football Team

ভারতীয় দলে মানোলো পরবর্তী কোচ কে? এই অঙ্কে দৌড়ে এগিয়ে দুই ভারতীয়

এখন দেখার, নয়া কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় কাকে।

Who will be the next coach of Manolo in the India Football team? Two Indians are ahead in this race

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:July 3, 2025 8:13 pm
  • Updated:July 3, 2025 8:13 pm  

বিশেষ সংবাদদাতা: বুধবার কার্যকরী কমিটির বৈঠকে মানোলোর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় ফেডারেশন। এই আবহে প্রশ্ন উঠছে, ভারতীয় ফুটবল দলের নয়া কোচ কে হতে চলেছেন? শোনা যাচ্ছে, ‘মেন ইন ব্লু’র কোচ হিসেবে যদি কোনও ভারতীয় দায়িত্ব নেন, সেক্ষেত্রে এগিয়ে সঞ্জয় সেন এবং খালিদ জামিলের নাম।

কেন সবচেয়ে বেশি চর্চায় এই দু’টি নাম? জানা গিয়েছে, একটা পক্ষ চাইছে সঞ্জয় সেনকে। আর-এক পক্ষ চাইছে খালিদ জামিলকে। খালিদকে চাওয়ার পিছনে যুক্তি হল, আই লিগ থেকে আইএসএল, উভয় ক্ষেত্রেই সফল একটা নাম তিনি। সর্বোচ্চ স্তরে কোচিং করানোর কারণে ভারতীয় ফুটবলকে ভালোমতো চেনেন তিনি। ২০২৩ সাল থেকে তিনি জামশেদপুর এফসি’র দায়িত্বে রয়েছেন। তাঁর কোচিংয়ে আইএসএলে জামশেদপুর যথেষ্ট সফল একটা দল।

আলোচনায় রয়েছেন ৬ বছরের অপেক্ষা শেষে বাংলাকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করানো কোচ সঞ্জয় সেনও। তাঁর আমলে মোহনবাগান একবার ফেডারেশন কাপও জেতে। সম্প্রতি AIFF এলিট কোচিং কোর্স সম্পূর্ণ করেছেন মোহনবাগানকে আই লিগ জেতানো কোচ। কাজ করেছেন মোহনবাগানের যুব উন্নয়ন পরিচালক হিসেবেও। মোহনবাগান ছাড়াও মহামেডান স্পোর্টিংকেও ফেডারেশন কাপ জয়ের স্বাদ দিয়েছেন। দিয়েছেন আইএফএ শিল্ডও। আইএসএলে সহকারী কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ভারতীয় ফুটবলে সঞ্জয় সেনের অবদান কম নয়। 

বুধবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সহ-সচিব কে সত্যানারায়ণ সংবাদমাধ্যমকে বলেন, “AIFF এবং মানোলো মার্কেজ পারস্পরিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ AIFF-এর কার্যনির্বাহী কমিটি এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। ফেডারেশন খুব শীঘ্রই নতুন কোচের জন্য বিজ্ঞাপন দেবে।” এখন দেখার, নয়া কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় কাকে। উল্লেখ্য, গত পাঁচ বছরে ভারতীয় ফুটবল দলে মোট তিনবার বদল হয়েছে কোচ। তাতে অবশ্য লাভের লাভ কিছু হয়নি। ফিফার ক্রমতালিকায় ৯৭ থেকে পিছিয়ে ভারত পৌঁছে গিয়েছে ১২৭ নম্বরে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement