ফাইল ছবি
স্টাফ রিপোর্টার: শিল্ড নিয়ে বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল আইএফএ-র। কিন্তু মোহনবাগান সমর্থকদের একটি আবেদনের ভিত্তিতে আইএফএ সচিব অনির্বাণ দত্ত সেই সময়সীমা বাড়িয়ে দিলেন আরও দু’দিন। একাধিক মোহনবাগান ফ্যান ক্লাবের তরফে চিঠি লেখা হয়েছিল আইএফএ-র কাছে।
তাদের অনুরোধ ছিল, যেহেতু মোহনবাগান এখনও সিদ্ধান্ত জানায়নি, তাদের ক্লাবের জন্য স্লট রাখা হোক। এর প্রেক্ষিতে আইএফএ সচিব জানান, তাঁকে উদ্দেশ্য করে লেখা সেই চিঠির ভিত্তিতেই আরও দু’দিন অপেক্ষা করবেন মোহনবাগানের জন্য। যদিও এখনও পর্যন্ত শিল্ড খেলবে কি না, তা জানায়নি মোহনবাগান ম্যানেজমেন্ট।
অন্যদিকে, বুধবার মহামেডান কর্তারা জানান যে দল শিল্ড খেলার মতো জায়গায় নেই। এই খবর জানতে পেরেই মহামেডান কার্যকরী সভাপতি কামারুদ্দিনকে ফোন করেছিলেন আইএফএ সচিব। তাঁর সঙ্গে কথা বলার পর জানা যায় মহামেডান কর্তারা শনিবার পর্যন্ত সময় চেয়েছেন। ডায়মন্ড হারবার এফসি জানিয়ে দিয়েছে তারা খেলবে না।
আপাতত ইস্টবেঙ্গল এবং গোকুলাম কেরালা শিল্ড খেলার জন্য সম্মতি দিয়েছে। এমন পরিস্থিতিতে আইএসএলের দুই দল বেঙ্গালুরু এফসি ও পাঞ্জাব এফসির সঙ্গে কথা বলছে আইএফএ। তবে তাদের কাছ থেকেও এখনও উত্তর আসেনি। অবশ্য এই অনিশ্চয়তার মধ্যেও আইএফএ সচিবের দাবি, শিল্ড হবে সঠিক সময়েই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.