Advertisement
Advertisement
Diogo Jota

জোটার স্মৃতিতে ১৪৮ বছরের নিয়ম ভাঙছে উইম্বলডন, শোকে ক্লাব বিশ্বকাপেও অনিশ্চিত একাধিক সতীর্থ

ইতিমধ্যে জোটার স্মরণে ২০ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে লিভারপুল।

Wimbledon set to break 148-year-old dress code rule in memory of Diogo Jota
Published by: Arpan Das
  • Posted:July 4, 2025 5:45 pm
  • Updated:July 4, 2025 5:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিভারপুল ও পর্তুগালের ফুটবলার দিয়োগো জোটার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়াদুনিয়া। বৃহস্পতিবার গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু ঘটেছে ২৮ বছর বয়সি ফুটবলার ও তাঁর ভাই আন্দ্রে সিলভার। জোটার স্মরণে ২০ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে লিভারপুল। এবার ১৪৮ বছর পুরনো রীতি ভাঙতে চলেছে উইম্বলডন। অন্যদিকে ক্লাব বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে জোটার পর্তুগিজ সতীর্থরা নামতে পারবেন কি না, সেটাও অনিশ্চিত।

উইম্বলডনের নিয়ম অনুযায়ী, কোর্টে সাদা পোশাক পরে নামতে হয় টেনিস তারকাদের। এই নিয়মের অন্যথা হলে কড়া পদক্ষেপ নেয় উইম্বলডন কর্তৃপক্ষ। কিন্তু সেই নিয়ম বদলাচ্ছে জোটার স্মৃতিতে। প্লেয়াররা কালো আর্মব্যান্ড পরে নামতে পারেন তাঁদের ম্যাচে।

অন্যদিকে ক্লাব বিশ্বকাপে নামছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। কোয়ার্টার ফাইনালে তাদের লড়াই ব্রাজিলের ফ্লুমিনেজের বিরুদ্ধে। আল হিলালের গুরুত্বপূর্ণ সদস্য পর্তুগালের মিডফিল্ডার রুবেন নেভেস ও সাইড ব্যাক জোয়াও ক্যানসেলো। কিন্তু জাতীয় দলের সতীর্থ জোটার মৃত্যুতে দুজনেই একেবারে ভেঙে পড়েছেন। আল হিলালের কোচ সিমোনে ইনজাঘি বলছেন, “খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে ওরা যাচ্ছে। দুজনেই জোটার খুব ঘনিষ্ঠ ছিল।” অন্যদিকে চেলসির পর্তুগিজ ফুটবলার পেদ্রো নেটো ক্লাব বিশ্বকাপে খেলবেন কি না, তা তাঁর উপরেই ছেড়ে দিয়েছেন কোচ।

উল্লেখ্য, বৃহস্পতিবার মৃত্যু ঘটে জোটার। ভাই অ্যান্ড্রুর সঙ্গে একটি সুপারকারে চেপে যাচ্ছিলেন দিয়োগো। চলাকালীন একটি গাড়িকে ওভারটেক করা চেষ্টা করেন তাঁরা। সেই সময়ে আচমকাই গাড়ির একটি চাকা ফেটে যায়। রাস্তা থেকে ছিটকে পড়ে যায় গাড়িটি, দাউদাউ করে আগুন ধরে গিয়ে গাড়িটি একেবারে চুরমার হয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্পেনের এমার্জেন্সি সার্ভিস। উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠালে দিয়োগো এবং অ্যান্ড্রুকে মৃত ঘোষণা করা হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement