Advertisement
Advertisement
Cristiano Ronaldo

দেশের হয়ে শিরোপা জয় সমস্ত ট্রফির চেয়ে বড়, ফাইনাল জিতে বললেন আবেগাপ্লুত রোনাল্ডো

এবারের নেশনস লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা সিআর৭।

Winning the title for the country is bigger than all the trophies, says emotional Ronaldo after winning the final
Published by: Prasenjit Dutta
  • Posted:June 9, 2025 11:36 am
  • Updated:June 9, 2025 2:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার নেশনস লিগ (Nations League 2025) জয় করেছে পর্তুগাল। পেনাল্টি শুটআউটে স্পেনকে ৫-৩ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ। আর ফাইনাল জিতে সিআর৭ জানান, তাঁর কাছে দেশের হয়ে জেতা শিরোপা সমস্ত ট্রফির চেয়ে অনেক গুণ বড়।

এবারের নেশনস লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো (Cristiano Ronaldo) (৮) বলেন, “বিভিন্ন ক্লাবের হয়ে অনেক ট্রফি জিতেছি। কিন্তু দেশের হয়ে ট্রফি জেতা সব সময়েই বিশেষ। পর্তুগালের হয়ে জেতার চেয়ে বড় কিছু হয় না। এই যে চোখে জল আসা, এসবই দেশেরই জন্য আনন্দের বহিঃপ্রকাশ। যেন একটা মিশন সম্পন্ন হল। খুব আনন্দ পেয়েছি।”

ফাইনালে তাঁর গোল থেকেই সমতায় ফেরে পর্তুগাল। দেশের হয়ে ১৩৮তম আন্তর্জাতিক গোলের পর আবেগাপ্লুত রোনাল্ডো সংবাদমাধ্যমকে আরও বলেন, “কী যে এই আনন্দ হচ্ছে, তা বলে বোঝাতে পারব না। তবে এই প্রজন্মের জন্য খুবই ভালো লাগছে। এই পর্তুগাল ট্রফির যোগ্য দাবিদার। সেটা প্রমাণ হল। পরিবারের কথা ভেবেও মন খুশিতে ভরে উঠছে।”

তাঁর সংযোজন, “দেশের হয়ে কথা বলতে গেলে বিশেষ অনুভূতি হয়। দেশের অধিনায়ক হওয়াও গর্বের বিষয়। বিশেষ করে এই প্রজন্মের দলের অধিনায়ক হতে পেরে ভালো লাগছে। আর যাই হোক না কেন, দেশের হয়ে ট্রফি জেতা সব সময়েই চূড়ান্ত সাফল্য।” টাইব্রেকারে নাভাসের নেওয়া শেষ শট থেকে যখন বাজিমাত করে পর্তুগাল, সেই সময় আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মাথা মাঠে রেখে অঝোরে কেঁদে ফেলেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement