সংবাদ প্রতিদিন ডিজটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটের পরবর্তী নির্বাচক প্রধান কি বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)? এমনই জল্পনা চলছিল ভারতীয় ক্রিকেটে। কিন্তু ‘নজফগড়ের নবাব’ সেই জল্পনা উড়িয়ে দিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়ে দিয়েছেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাঁকে এমন কোনও প্রস্তাবই দেয়নি।
গত ফেব্রুয়ারিতে স্টিং অপারেশনের পরে চাকরি যায় চেতন শর্মার। তাঁর পরিবর্তে দেশের প্রাক্তন ক্রিকেটার শিব সুন্দর দাস অন্তর্বর্তী চিফ সিলেক্টর (Chief Selector) হিসেবে কাজ করছেন।
বিসিসিআই-এর বাকি নির্বাচকরা হলেন, এস শরৎ (দক্ষিণাঞ্চল), সু্ব্রত বন্দ্যোপাধ্যায় (মধ্যাঞ্চল) এবং সলিল আঙ্কোলা (পশ্চিমাঞ্চল)।
এদিকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নির্বাচক পদের জন্য বিজ্ঞাপন দিয়েছে। প্রার্থীদের জন্য শর্তও দেওয়া হয়েছে বিজ্ঞাপনে। প্রথমত, প্রার্থীকে সাতটা টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। অথবা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। অথবা ১০টি ওয়ানডে এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবসর প্রাপ্ত হতে হবে। কমপক্ষে পাঁচ বছর ক্রিকেট ছেড়েছেন এমন হতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে। ৩০ জুনের মধ্যে আবেদন করার শেষ দিন।
এদিকে, শোনা যাচ্ছে নির্বাচক প্রধান পদে বড় নাম চাওয়া হচ্ছে। সেই কারণেই শেহওয়াগের মতো ব্যক্তিত্বের নাম ভেসে উঠেছিল। যে জল্পনাকে পত্রপাঠ নস্যাৎ করে দেন নজফগড়ের নবাব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.