সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও অলিম্পিকে পদক জয়ের শপথ নিয়ে দেশ ছেড়েছিলেন সাক্ষী মালিক। নিজের কথা রেখেছেন। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে ব্রোঞ্জ জিতে হরিয়ানা তথা গোটা দেশকে গর্বিত করেছিলেন। নিজের দেওয়া কথা রেখেছেন তিনি। কিন্তু সরকার কোথায় কথা রাখল? এভাবেই রাজ্য সরকারের দিকে আঙুল তুলেছিলেন সাক্ষী। এবার তাঁর মন্তব্যের পাল্টা দিলেন হরিয়ানার ক্রীড়ামন্ত্রী অনিল ভিজ। ক্রীড়াক্ষেত্রের রাজনীতি আসল রাজনীতিকেও ছাপিয়ে যায়। সাক্ষীর প্রশ্নের উত্তরে এমনই বিস্ফোরক কথা বললেন তিনি।
मैडल का वादा मैंने पूरा किया,
हरियाणा सरकार अपना वादा कब पूरा करेगी ?(1/2)
Advertisement— Sakshi Malik (@SakshiMalik)
Announcements made by Haryana Government after my OLYMPIC MEDAL win were for MEDIA ONLY ?.(2/2)
— Sakshi Malik (@SakshiMalik)
শনিবার টুইটারে সাক্ষী জানিয়েছিলেন, তিনি তাঁর রাজ্যকে অলিম্পিকে পদক জয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই লক্ষ্যে সফলও হয়েছেন। কিন্তু সরকারের থেকে এখনও পর্যন্ত ঘোষিত পুরস্কারের অর্থ তিনি পাননি। অথচ তিনি পদক জিতে দেশে পা রাখার পরই তাঁকে সাড়ে তিন কোটি টাকা নগদ পুরস্কার দেওয়া হবে বলে সরকারের তরফে জানানো হয়েছিল। তাই সাক্ষীর প্রশ্ন, সরকারের সেই ঘোষণা কি শুধুই মিডিয়াকে দেখানোর জন্য ছিল? কুস্তিগিরের এহেন মন্তব্যে বেজায় চটেছেন অনিল ভিজ। এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সাক্ষীকে ইতিমধ্যেই আড়াই কোটি টাকার চেক দিয়ে দেওয়া হয়েছে। তাঁর জন্য চাকরির ব্যবস্থাও করা হয়েছে। এমনকী, সাক্ষী চেয়েছিলেন তাঁর প্রশিক্ষণের জায়গাটি শীতাতপ নিয়ন্ত্রিত হোক। সরকার তার জন্যও ৮০ লক্ষ টাকা বরাদ্দ করেছে। তাই সাক্ষীর এধরনের অভিযোগে তিনি বেশ বিরক্ত ও বিস্মিত।
Gave her 2.5 cr rupee cheque,she then said I want job in MD Univ,we created a post for her:Anil Vij,Haryana Minister on Sakshi Malik tweet
— ANI (@ANI_news)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.