সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভমান গিল আর সারা তেণ্ডুলকরের (Sara Tendulkar) সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই। এবার দুজনের ঘনিষ্ঠ ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর তা নিয়েই তুমুল শোরগোল। তাহলে কি প্রেমের জল্পনায় সিলমোহর দিলেন শুভমান-সারা? এমন প্রশ্ন উঠেছে।
কী এই ছবির সত্যতা? ফটোশপ বা কোনও এডিট সফটওয়্যার। হ্যাঁ, শুভমনের গলা জড়িয়ে থাকা অবস্থায় সারার যে ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তা আসলে সারা ও তাঁর ভাই অর্জুন তেণ্ডুলকরের ছবি। কিছুদিন আগেই সারা নিজে ভাইয়ের সঙ্গে ছবিটি শেয়ার করেছিলেন। সেটির মধ্যে শুভমানের মুখ বসিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে সারা আলি খানের সঙ্গে শুভমানের (Shubman Gill) প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু ইন্ডিয়া-শ্রীলঙ্কা ম্যাচের পর মনে হচ্ছে শুভমানের প্রেমের ক্রিজে নবাবকন্যাকে বোল্ড আউট করে দিয়েছেন শচীনকন্যা সারা তেণ্ডুলকর।
গত বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছিল এই ম্যাচ। ভারতীয় দল যখন ফিল্ডিং করছিল, স্লিপে দাঁড়িয়ে ছিলেন কোহলি ও গিল। সেই সময়ে গ্যালারি থেকে ‘সারা-সারা’ ধ্বনি ভেসে আসে (সারা নিজেও গ্যালারি উপস্থিত ছিলেন)। যে প্রান্ত থেকে স্লোগান ভেসে আসছিল, সেদিকে তাকিয়ে কোহলি হাত জোড় করে অনুরোধ করেন, এভাবে যেন ‘সারা-সারা’ ধ্বনি না ওঠে এবং শুভমানকেই যেন উৎসাহ দেওয়া হয়।
kohli telling us not to shout “humari bhabhi kaisi ho sara bhabhi jaisi ho” and pointing to shubman and saying mai idhar kis liye khada hu😭😭🙏🏻🙏🏻
— a | #gillera (@91atgabba_)
এদিকে আবার আম্বানির পার্টি থেকেও সারা-শুভমানকে একসঙ্গে বেরোতে দেখা গিয়েছিল। প্রথমে খোশমেজাজেই ছিলেন দুজন। আচমকা শুভমান পাপারাজ্জির ক্যামেরা দেখতে পান। আর তা দেখেই তরুণ ক্রিকেটার আড়াল খুঁজতে থাকেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.