Advertisement
Advertisement

মিতালিরা বিশ্বকাপ খেলছেন জানেনই না রাজীব শুক্লা!

কী করলেন তিনি?

ICC Women’s World Cup or ICC Champions Trophy, Rajeev Shukla's twitter goof up stirs row
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 21, 2017 4:09 pm
  • Updated:July 21, 2017 4:09 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেদের দুরন্ত পারফরম্যান্সে দেশবাসীর নজর কেড়েছেন মিতালি রাজরা। ক্লাসে গুরুত্ব না পাওয়া পড়ুয়া থেকে সোজা প্রথম বেঞ্চের ছাত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন। বিশ্বকাপের মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনিরা যা পারেননি, সেটাই করে দেখিয়েছেন ঝুলন-পুনম-হরমনপ্রীতরা। অস্ট্রেলিয়াকে হারিয়ে পৌঁছে গিয়েছেন বিশ্বকাপের মেগা ফাইনালে।

Advertisement

আর তারপরই যেন মহিলা ব্রিগেডের প্রতি ক্রিকেটমহলের আবেগ, ভালবাসা কয়েকগুণ বেড়ে গিয়েছে। বিসিসিআই-এর যে কর্মকর্তারা মহিলা ক্রিকেটকে ধর্তব্যের মধ্যেই ফেলতেন না, তাঁরাও বাকিদের সঙ্গে তাল মিলিয়ে টুইটারে মিতালিদের শুভেচ্ছাবার্তা দিচ্ছেন। কিন্তু একদিনে তো স্বভাব পালটায় না। মহিলাদের ক্রিকেটের প্রতি তাঁদের উদাসীনতা বারবার তাই ধরা দিচ্ছে তাঁদের বার্তাতেই। এবার প্রমিলাবাহিনীকে অভিনন্দন জানাতে গিয়ে মারাত্মক ভুল করে বসলেন আইপিএল-এর চেয়ারম্যান রাজীব শুক্লা।

rajeev

[দুর্দান্ত ইনিংসের পর হরমনপ্রীত সম্পর্কে এমনটাই বলল তাঁর পরিবার]

ছ’বারের বিশ্বজয়ী অস্ট্রেলিয়াকে দুরমুশ করে দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ভারত। হরমনপ্রীত কৌরের অতিমানবীয় নটআউট ১৭১ রানের সৌজন্যে এসেছে তৃপ্তির জয়। তাতেই মিতালি অ্যান্ড কোম্পানিকে টুইট করে অভিনন্দন জানান রাজীব শুক্লা। আর সেখানেই একটি বড়সড় ভুল করে বসলেন তিনি। বিশ্বকাপ না লিখে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল লিখে বসলেন। গত মাসেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছেছিলেন বিরাট কোহলিরা। তাঁর টুইট থেকেই স্পষ্ট, ভারত-পাক ফাইনালের সেই হ্যাংওভার এখনও কাটেনি তাঁর। কিন্তু শুভেচ্ছা জানানোর প্রতিযোগিতায় তো টিকে থাকতে হবে! তাই মিতালিদের উদ্দেশে টুইট করতে ভুল করেননি। কিন্তু তা করতে গিয়ে যে কাণ্ড ঘটালেন, তাতে নেটিজেনদের হাসির খোরাকে পরণিত হলেন তিনি। অনেকেই বলছেন, ক্রিকেটের সঙ্গে জড়িত ব্যক্তি যদি এমন ভুল করেন, তাহলে সাধারণ মানুষ কী করবেন! লাগাতার ট্রোলড হওয়ার পর শেষমেশ টুইটটি ডিলিটই করে দেন রাজীব শুক্লা। পরে অবশ্য আবার ভুল সংশোধন করে টুইট করেন তিনি।

tweet

[OMG! কেন এই স্কুলে হেলমেট পরে ক্লাসে আসছেন শিক্ষকরা?]

তবে এই প্রথম নয়। চলতি বিশ্বকাপে মহিলা দলকে অভিনন্দন জানাতে গিয়ে ভুল করেছিলেন বিরাট কোহলিও। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনই মহিলা অধিনায়ককে চিনতে পারেননি। ফলে পুনম রাউতের ছবি পোস্ট করে মিতালিকে শুভেচ্ছা জানিয়ে বসেন। বড় বড় ব্যক্তিত্বরা এমন ভুল করলেও ভারতীয় মহিলারা কিন্তু মাঠ ও মাঠের বাইরেও জয়ী হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় মিতালিদের জন্য গর্জে ওঠা লক্ষ লক্ষ নেটিজেনই তার প্রমাণ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস